৩০ অক্টোবর ফের রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বাম-কংগ্রেস লড়াইয়ে থাকলেও, তাদের কাছে চ্যালেঞ্জ জামানত বাঁচানোর। অতএব, এবারও লড়াই সেই দ্বিমুখী, অর্থাৎ শাসক তৃণমূল কংগ্রেস আর প্রধান বিরোধী বিজেপির কক্ষপথেই আবর্তিত হবে উপনির্বাচন।
আরও পড়ুন-অন্ধকারে ডুবতে পারে দিল্লি সহ ভারতের অনেক শহর
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি উপনির্বাচনের প্রচারে তাদের তারকা প্রচারকদের তালিকা কমিশনকে জমা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকায় নাম নেই বিজেপি ছেড়ে সদ্য ঘাসফুল শিবিরে যোগ দেওয়া গায়ক তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা থেকে কেন বাদ পড়েছেন বাবুল?
এ প্রসঙ্গে আসানসোলের সাংসদ টুইটারে লেখেন, ‘‘এটা কোনও রকেট সায়েন্সের বিষয় নয়। যারা প্রশ্ন তুলছেন, তাঁদের বলছি দয়া করে জানুন, আমি এখনও বিজেপি সাংসদ।’’
এরপরেই বাবুল লিখেছেন, ‘‘সম্মাননীয় স্পিকার মহাশয়কে একটি চিঠি দিয়ে কিছু সময় চেয়েছিলাম, যাতে আমি পদত্যাগপত্র জমা দিতে পারি সংসদীয় নিয়ম মেনে। কলকাতাতে গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ।’’
No Rocket Science involved here•Plz note I’m still a BJP MP•In fact, wrote another humble request to Hon’ble Speaker Sir ystrdy to kindly grant me some time to meet him & resign as per rules•Very thoughtful of @AITCofficial to allow me smtym to settle in KOL aftr shifting base pic.twitter.com/pCI6RM6JM7
— Babul Supriyo (@SuPriyoBabul) October 9, 2021
আরও পড়ুন-ফিলাডেলফিয়ায় ‘ঘরোয়া’ পুজো এবার একদিনেই শেষ
অর্থাৎ বাবুল পরিস্কার বুঝিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত সাংসদ পদে তাঁর ইস্তফা গ্রহণ না হচ্ছে, ততদিন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দলীয় কর্মকাণ্ডে থাকলেও, নৈতিকতার দিক দিয়ে জনসমক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বিজেপি বিরোধী প্রচারে থাকবেন না। এবং সেই কারণেই সম্ভবত উপনির্বাচনে শাসক দলের তারকা প্রচারকদের তালিকায় নাম নেই বাবুলের।