রাঁচি (Ranchi) থেকে কলকাতা (Kolkata) আসছিল ইন্ডিগোর (Indigo) একটি বিমান। বিমানে ৬৯ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু ছিলেন। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ করেই পাখির সঙ্গে ধাক্কা লাগে। পাইলট বিষয়টি বুঝতে পারলেও সেই সময় বিমান অবতরণে অসুবিধা হয়নি।
আরও পড়ুন-সুন্দরবনে তৎপরতা শুরু বিপর্যয় মোকাবিলা দলের, নদীপথে মহড়া, স্থলপথে চলছে মাইকিং
বিমানবন্দর সূত্রে খবর পাখির সঙ্গে ধাক্কা লেগেছে বলে বিমানটিকে পরীক্ষা করা দরকার। এদিন রাতে বিমানটিকে বেস ফ্লাইট হিসেবে পার্ক করা হবে। আজ শনিবার সকালে বিমানটিকে পরীক্ষা করে দেখার কথা। পাখির সঙ্গে ধাক্কায় বিমানের কোনও ক্ষতি হয়েছে কি না, পরীক্ষা করা হবে।
গত ৪ এপ্রিল কলকাতা থেকে মুম্বইগামী একটি বিমানের ব্লেডে পাখির ধাক্কা লেগেছিল। বিমানটি টেক অফ করার দেখা যায়, বিমানের একটি ব্লেড বেঁকে রয়েছে।
আরও পড়ুন-দিঘা-মন্দারমণি-তাজপুরে ভিড় বাড়ছে পর্যটকদের
উল্লেখ্য জানুয়ারি মাসে লখনউ থেকে কলকাতাগামী বিমানে পাখির ধাক্কা লেগেছিল। পাইলট দ্রুত ATC-র সঙ্গে যোগাযোগ করেন। যদিও সেই সেসময় কোন ঝুঁকি নেওয়া হয়নি। তড়িঘড়ি বিমানটিকে লখনউতেই অবতরণ করানো হয়।