শরীরে ক্যান্সারের মত মারণরোগ জায়গা করে নিয়েছে জিম্বাবোয়ের (Zimbabwe) প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিকের (Heath Streak)। তিনি ছিলেন আফ্রিকান উপমহাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। এই মুহূর্তে তিনি জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জিম্বাবোয়ের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক শন উইলিয়ামস জানিয়েছেন, ”হিথ কোলন এবং লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যা বর্তমানে চার নম্বর স্টেজে আছে। এই পর্যায়ে আমি যা জানি তা হল, হিথের নিকটবর্তী ও পরিবারকে দক্ষিণ আফ্রিকায় ডাকা হয়েছে তার সঙ্গে দেখা করতে।’
আরও পড়ুন-আজ থেকে জি২০ সাংস্কৃতিক গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক, সাজো সাজো রব পুরীতে
জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ”জীবনের শেষ পর্যায়ে রয়েছেন হিথ স্ট্রিক। তাঁর পরিবারের সদস্যরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছেন। একমাত্র কিছু মিরাক্যালই হয়ত ওঁকে বাঁচাতে পারে। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষের কাছে আবেদন, সবাই প্রার্থনা করুন।”