প্রতিবেদন : প্রকল্প রূপায়ণের কাজে গতি আনতে রাজ্যের পূর্ত দফতর মাটি পরীক্ষা এবং ভূতাত্ত্বিক সমীক্ষার কাজে নিযুক্ত এজেন্সির ওপর নজরদারির জন্য দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছে। বিভিন্ন জেলার সুপারেনটেনডিং ইঞ্জিনিয়ারদের এজেন্সির নিয়োগের ব্যাপারে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন-বিজেপিকে বয়কটের ডাক, পার্টি অফিসে হামলা, কুড়মিদের কুকথা দিলীপের
দফতর সূত্রে জানা গিয়েছে যেকোনো ভবন বা সেতু নির্মাণের আগে প্রথমেই সেখানকার মাটির চরিত্র এবং ভূতাত্ত্বিক অন্যান্য বৈশিষ্ট্য খতিয়ে দেখার নিয়ম রয়েছে। তবে বিশেষজ্ঞ এজেন্সিগুলো এই কাজ নির্ধারিত সময়ে শেষ না করায় প্রকল্পের নকশা চূড়ান্ত করার কাজে অহেতুক বিলম্ব হচ্ছে। যাতে সার্বিকভাবে প্রকল্পের কাজ পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টি দেখবার করার জন্য পূর্ত দফতর কলকাতা সহ ২৩ টি জেলার জন্য ১৫ জন নোডাল আধিকারিক কে নিয়োগ করেছে। কোন কোন ক্ষেত্রে একজন করে আধিকারিককেই দুটো জেলায় কাজে নজরদারি করতে বলা হয়েছে। উল্লেখ্য সম্প্রতি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জেলায় জেলায় বিভিন্ন প্রকল্পের গতি নিয়ে উষ্মা প্রকাশ করে প্রকল্পের কাজ শেষ করার জন্য সময় বেঁধে দিয়েছেন। এর পরেই বিভিন্ন দফতরের তরফে কাজে গতি আনতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।