সোমবার বিকেলে রাজ্যের একাধিক জেলায় হঠাৎই ঝড়-বৃষ্টি শুরু হয়। তাতে মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। উল্লেখ্য, সোমবার বিকেলের আচমকা ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় কলকাতা সহ আশপাশের অঞ্চল। প্রবল ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। ব্যাহত হয় বিভিন্ন শাখার ট্রেন চলাচল। ঝড়বৃষ্টিতে বাংলায় ৯ জনের মৃত্যু হয়। আহত বহু। এদিন, মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: বিরোধীদের কুৎসার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, এগরার বিস্ফোরণে NIA তদন্ত হোক