বাংলায় একাধিক ঘটনায় বারবার পুলিশকে নিশানা করছে উত্তেজিত জনতা। উর্দি পরা পুলিশকর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে এবং এখনও হচ্ছে। এই ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানান, পুলিশ পেটালে কোনওভাবেই রেয়াত করা হবে না। একই সঙ্গে এই ঘটনায় বিরোধীদের উস্কানি রয়েছে বলেও অভিযোগ করেন মমত বন্দ্যোপাধ্যায়।
আজ, মঙ্গলবার এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পরে সেখানে পুলিশ গেলে তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। মারধর করা হয় আইসি-সহ বেশ কয়েকজনকে। এর আগেও কালিয়াগঞ্জ (Kaliaganj) থেকে সালার বিভিন্ন জায়গাতেই পুলিশকে পেটানোর ঘটনা ঘটে। পুলিশের উপর আক্রমণের ঘটনায় এদিন BJP, CPIM, Congress-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “প্রত্যেকটা মিটিং, মিছিল থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের নেতারা পুলিশকে পেটাতে বলছে। যেগুলোর ক্লিপিং আমাদের কাছে রয়েছে। পুলিশকে এরা প্রতিদিন পেটাতে বলছে। কিন্তু মনে রাখতে হবে যে, পুলিশ রক্ষক, পুলিশ না থাকলে আমরাও শান্তিতে থাকতে পারব না। তাই পুলিশকে যারা পেটাচ্ছে আমি বলব তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নিতে।”
আরও পড়ুন: একবালপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কথায়, “একটা কোনও ঘটনা ঘটে গেলে মানুষ বিক্ষোভ করতেই পারেন। তা সঙ্গত বলেও আমি মনে করি। কিন্তু কথায় কথায় পুলিশ পেটানো! পুলিশ কী করবে? সালারের ঘটনা তো দুটো প্রাইভেট অ্যাম্বুলান্সের মধ্যেকার। কে কোনটায় যাবে সেটা তো পেশেন্ট পার্টি ঠিক করবে। শুনেছি ওরা কয়েকজন একটা অ্যাম্বুলান্সের ড্রাইভারকে মারছিল, পুলিশ কি দাঁড়িয়ে দেখবে! সেক্ষেত্রে তো গিয়ে বাঁচাবেই। এই ঘটনায় তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ হবে।” মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, উর্দিতে হাত দিলে কাউকে রেয়াত করা হবে না।