সমস্ত জটিলতার ইতি। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বৃহস্পতিবার কর্নাটকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্তমানে বিরোধী দলনেতা সিদ্দারামাইয়াই (Siddaramaiah- D k Shivakumar)। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার।
সরকারের শীর্ষপদে পদাধিকারী বাছাই নিয়ে দলের তীব্র অন্তর্দ্বন্দ্ব নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। ঠিক হয়েছে, উপমুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি শিবকুমার পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বেও থাকবেন। শনিবার বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার শপথগ্রহণ। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর (Siddaramaiah- D k Shivakumar) নাম ঠিক হলেও মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সারতে আজ সন্ধেয় বেঙ্গালুরুতে বৈঠকে বসছে কংগ্রেস পরিষদীয় দল।
এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রিয় নেতার নামে সিলমোহর পড়তেই সিদ্দারামাইয়ার বাসভবনের বাইরে, তাঁর নিজের গ্রামে উৎসব শুরু করে দেন অনুগামীরা। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানাবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে।
আরও পড়ুন: সরানো হল রিজিজুকে, এবার কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদে অর্জুন রাম মেঘওয়াল