জাপানের হিরোশিমায় জি-৭ বৈঠকের ফাঁকেই মুখোমুখি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Volodymyr Zelenskyy- Narendra Modi)। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা পরস্পরের মুখোমুখি হলেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। তবে এই বৈঠকে জেলেনস্কির (Volodymyr Zelenskyy- Narendra Modi) সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিদেশমন্ত্রক কিছু জানায়নি। প্রধানমন্ত্রী মোদি এদিন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও দীর্ঘ বৈঠক করেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। জাপানে জি-৭ এর বৈঠকে যোগ দিতে এসে মোদি এদিন ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথকভাবে কথা বলেন।
আরও পড়ুন- ওবামা-সহ ৫০০ মার্কিন নাগরিকের উপর নিষেধাজ্ঞা রাশিয়ার