মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal) কলকাতায় আসছেন । মঙ্গলবার অর্থাৎ ২৩ মে বেলা তিনটে নাগাদ কলকাতায় তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করবেন তিনি। রবিবার ২১ মে, নয়া দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি।
আরও পড়ুন-কবে হবে সেক্টর ফাইভ থেকে নিউটাউন পর্যন্ত ফ্লাইওভারের উদ্বোধন
এই বৈঠকের পরই অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন, রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের আনা এক সাম্প্রতিক অধ্যাদেশ বিল খারিজ করার জন্য তিনি দেশের প্রতিটি রাজ্যে গিয়ে বিজেপি বিরোধী দলগুলির সভাপতিদের সমর্থন চাইবেন। অরবিন্দ কেজরীওয়াল এই বিভিন্ন রাজ্য সফরের সূচির প্রথমেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ মে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তারপরের দিন মহারাষ্ট্রে যাবেন তিনি। ২৪ মে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকর এবং তার পরদিন ২৫ মে এনসিপি সভাপতি শরদ পওয়ারের সঙ্গে এই সংক্রান্ত বৈঠক করবেন অরবিন্দ কেজরীওয়াল।