আজ ছিল হাওড়া পুরী (Howrah Puri) বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রার দ্বিতীয় দিন৷ প্রাকৃতিক দুর্যোগের মুখে বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস-এর যাত্রার দ্বিতীয় দিনেই এই সামষ্যায় পড়তে হল ট্রেনটিকে। প্রচন্ড ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে উইন্ডশিল্ডের উপর ৷ উইন্ডশিল্ড ভেঙে যায়। ভদ্রকের কাছে দাঁড়িয়ে আছে ট্রেনটি৷
আরও পড়ুন-মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছেন কেজরীওয়াল
ঝড় বৃষ্টির ফলে ট্রেনের সামনের অংশেও কিছুটা ক্ষতি হয়েছে।প্যান্টোগ্রাফও ভেঙে গিয়েছে ৷ গোটা ট্রেনে চলছে না শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। ইস্ট কষ্ট রেলওয়ে সূত্রে খবর অন্য ইঞ্জিন দিয়ে টেনে আনার চেষ্টা হবে। গতি কমিয়ে চালানো হবে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি।
আরও পড়ুন-কবে হবে সেক্টর ফাইভ থেকে নিউটাউন পর্যন্ত ফ্লাইওভারের উদ্বোধন
প্রসঙ্গত, গতকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারতের যাত্রী পরিষেবা। হাওড়া থেকে এই ট্রেনটি পৌঁছয় পুরী। আজ ফিরতি পথে বন্দে ভারতের পৌঁছনোর কথা হাওড়া। গত ১৭ তারিখ থেকে এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর এরই মধ্যে আগামী ৭ দিনের টিকিট শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে রেলের তরফে।