গতকাল, রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগণার বজবজে বাজি কারখানায় বিস্ফোরণের (Budge budge Blast) পর তৎপর পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ২০ কেজি বারুদ ও বাজি তোইরির মশলা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আজ, সোমবারই আদালতে পেশ করা হবে। রবিবার রাতে বাজি কারখানায় বিস্ফরণের জেরে নিহত হন ৩ জন। এরপরই বাজি তৈরির কারখানার বিরুদ্ধে অপভিযান চালায় পুলিশ। ভেঙে দেওয়া হয় বহু বাজির দোকান। পুলিশের এই অভিযানে ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বেআইনি বাজির ব্যবসা বন্ধের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে বৈধ দোকানগুলিকেও।
এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডের (Budge budge Blast) ঘটনা এখনও টাটকা। এরইমধ্যে রবিবার রাতে চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ছুটে আসেন এলাকার মানুষজন। তাঁরাই আহতদের উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই পরে তিনজনের মৃত্যু হয়।এরপরই ডিএসপি (ইন্ডাস্ট্রিয়াল) নিরূপম ঘোষের নেতৃত্বে রবিবার রাত থেকেই মহেশতলা এবং বজবজ থানার পুলিশের যৌথ উদ্যোগে সমগ্র বাজিপাড়া জুড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি। নিষিদ্ধ ও বেআইনি বাজি উদ্ধার করতে গিয়ে নুঙ্গি, বজবজ, মহেশতলা এলাকার বেশ কিছু দোকান পুলিশ ভেঙে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন- বাইকে লাদাখ যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু নাকতলার দম্পতির