ত্রিপুরা বিজেপিতেও অন্তর্দ্বন্দ্ব ক্রমশই বাড়ছে। রবিবার আগরতলায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব বলেছিলেন, বাইরে থেকে আসা কিছু লোক দলীয় কাজে হস্তক্ষেপ করছে। কিন্তু বহিরাগতদের এই হস্তক্ষেপ কোনওভাবেই সহ্য করা হবে না। প্রশ্ন হল, বহিরাগত বলতে কাদের বুঝিয়েছেন বিপ্লব? রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে, বিপ্লবের নিশানায় আসলে মুখ্যমন্ত্রী মানিক সাহা। কারণ কংগ্রেস ঘনিষ্ঠ মানিক ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন।
আরও পড়ুন-নেত্রীর জন্যই প্রতিষ্ঠা পেয়েছে নতুন প্রজন্ম
উল্লেখ্য, বিধানসভা ভোটের পর ত্রিপুরা বিজেপিতে সাংগঠনিক রদবদলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবের ঘনিষ্ঠরা অনেকেই বাদ পড়েছেন। রবিবার আগরতলায় বিপ্লব তাঁর অনুগামীদের সঙ্গে বৈঠক করেন। তারপরই তিনি বহিরাগতের কথা বলেন । বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিপ্লবকে। নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানিক। যা কোনওভাবে মেনে নিতে পারছেন না বিপ্লব।