প্রতিবেদন : এক্তিয়ারের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে ফের তাদের পঠনপাঠন ও আর্থিক লেনদেন নিয়ে সাপ্তাহিক রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে এ ব্যাপারে চিঠিও দিয়েছেন। রাজ্যপালের এই আচরণের কঠোর সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী ফের একবার আইনের প্রশ্ন তুলে রাজ্যপালের পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন-পরীক্ষায় সফল সবুজসাথীর সওয়ার শবনম
গত ৪ এপ্রিল রাজ্যপাল তথা আচার্য এক নির্দেশিকা জারি করে বলেন, এখন থেকে উপাচার্যদের পঠনপাঠন এবং আর্থিক লেনদেন সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট পাঠাতে হবে রাজভবনে। ওই নির্দেশিকা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত শুরু হয়। এর পাশাপাশি রাজ্যপাল রাজ্য সরকারকে না জানিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নামেন। তাতে রাজ্য সরকারের ক্ষোভ আরও বাড়ে। এপ্রিল মাসে রাজ্যপাল ওই নির্দেশিকা জারি করলেও এখন পর্যন্ত কোনও উপাচার্যই সাপ্তাহিক রিপোর্ট পাঠাননি রাজভবনে। সেই নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দিয়েই রাজ্যপাল আবার চিঠি দিয়েছেন উপাচার্যদের। এ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়ায় ব্রাত্য বসু বলেন, এ বিষয়ে আর চর্বিতচর্বণ করতে চাই না। আগেই যা বলার বলে দিয়েছি। শিক্ষা দপ্তরকে এভাবে বারবার সরিয়ে রেখে এই রকম চিঠি দেওয়া, এটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে আমাদের কী করণীয় ঠিক করব।