সংবাদদাতা, কোচবিহার : রাজ্য সরকারের নির্দেশে রাজার শহরের ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি সাজিয়ে তোলার কাজ করছে প্রশাসন। হেরিটেজ প্ল্যানিং কমিটির আলোচনায় বেহাল অবস্থায় থাকা একাধিক রাজ আমলের স্থাপত্য সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে৷ সম্প্রতি কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলারদের নিয়ে প্রশাসনিক মিটিং করেন। জেলাশাসক জানান, রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন দফতরের অনুমোদন দিয়ে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে কাজ চলছে৷ পুজোর আগে সব কাজ শেষ হবে৷ কোচবিহার (Cooch Behar) শহর জুড়ে নিকাশির কাজ চলছে। খুব ভালমানের পাথর ব্যবহার হচ্ছে হেরিটেজ এলাকাগুলির ফুটপাথে৷ বিভিন্ন দিঘির পাড়ে সাজিয়ে তোলার কাজ চলছে। পর্যটকরা খুব আকর্ষিত হবেন কোচবিহারে এসে। চার মাসের মধ্যে সব কাজ শেষ হবে। জেলাশাসক পবন কাদিয়ান জানান, কোচবিহারের অন্যতম পর্যটন কেন্দ্র সাগরদিঘি ও বৈরাগী দিঘিকে সাজিয়ে তোলা হচ্ছে। বৈরাগী দিঘির পাড়ে দুটি বিশ্রামাগার ও গোলাকার মুক্তমঞ্চ তৈরি হচ্ছে৷ একশো জনের বসার ব্যবস্থা থাকবে৷ সাগরদিঘিতে হবে চারটি অতিরিক্ত ক্যান্টিলিভার ঘাট সাগরদিঘিতে৷ ৬ মিটার চওড়া হবে এই ঘাটগুলি। কোচবিহারে পর্যটক টানতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে বারংবার উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ আমলের স্থাপত্যগুলি সংরক্ষণের কাজ শেষ হলে পর্যটক মানচিত্রে আলাদা জায়গা পাবে রাজার শহর কোচবিহার (Cooch Behar)৷ শহরের ১৫৪ স্থাপত্য চিহ্নিত হয়েছে৷ ২০২১ সাল থেকে শুরু হয়েছে সমীক্ষা। আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা সহযোগিতা করছেন প্রশাসনকে৷ কোন স্থাপত্য কত গুরুত্বপূর্ণ তা গ্রেড হিসেবে বিভক্ত করা হয়েছে৷ বিশেষজ্ঞরা সমীক্ষা করেন রাজ আমলের স্থাপত্য গুলির কী অবস্থা বর্তমানে।
আরও পড়ুন- শনিবার এগরায় মৃতদের পরিবারের পাশে, তারপর শালবনির জনসভায়