প্রতিবেদন: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়ছে। নতুন করে রুশ আক্রমণের ফলে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বড় মাপের ক্ষয়ক্ষতি হয়েছে । এরই মধ্যে বুধবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে (Kyiv- Moscow) ফের ড্রোন হামলা চালিয়েছে পুতিন সেনা।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার মাঝরাতে কিয়েভের উপর আছড়ে পড়ে বেশ কয়েকটি রুশ ড্রোন (Kyiv- Moscow)। প্রায় তিন ঘণ্টা ধরে চলে হামলা। এই নিয়ে চলতি মাসে অন্তত ১২ বার কিয়েভের আকাশে প্রবেশ করল রুশ ড্রোন। যদিও, জেলেনস্কি বাহিনীর দাবি, তাদের পালটা আক্রমণে রাশিয়ার ড্রোনগুলি ধ্বংস হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসক সের্হেই পোপকো জানিয়েছেন, বুধবার রাতে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন কিয়েভে ঢুকেছিল। এয়ার ডিফেন্স সিস্টেমের গুলিতে হামলাকারী ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে। রাশিয়াকে তার কাজের উপযুক্ত জবাব দেওয়া হবে। উল্লেখ্য, ইউক্রেনে ত্রাস সৃষ্টি করছে রাশিয়ার কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। কয়েকদিন আগেই কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে ঝাঁকে ঝাঁকে নেমেছিল বিস্ফোরক ঠাসা চালকবিহীন ড্রোনগুলি। ওই আক্রমণে প্রাণ হারান অনেকেই।
আরও পড়ুন- অনলাইন গেমিং সংস্থাগুলির বিরুদ্ধে তল্লাশি চালাল ইডি
সূত্রের খবর, এবার রুশ সেনাকে পালটা আঘাত করতে ইউক্রেনীয় সেনাও গোপনে অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছে। রুশ ড্রোনের পালটা এবার নিজস্ব আত্মঘাতী ড্রোন বাহিনী তৈরি করে ফেলেছে ইউক্রেন। এই নতুন ড্রোন প্রায় ৭৫ কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে উড়তে সক্ষম। ১ হাজার কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে পারবে এই ড্রোন। ফলে রুশ ভূখণ্ডের একটি বড় অংশ ইউক্রেনের অস্ত্রের আওতায় চলে এসেছে।