প্রতিবেদন : এবছর কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী সপ্তাহে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার এই ঘোষণা করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবছর বিভিন্ন বোর্ডের ১২ ক্লাস পাশ-করা ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে একটিমাত্র পোর্টেলেই আবেদন জানাতে পারবেন। ওই পোর্টাল থেকেই একাধিক কলেজে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুন-কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবার ১ জুন
এদিন শিক্ষামন্ত্রী প্রাচীন ভাষাশিক্ষার প্রসারে আইএলএসআর-এর সঙ্গে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, সিধু-কানহো-বিশ্ববিদ্যালয় ও সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাচীন ভাষাশিক্ষার প্রচারে মউ অর্থাৎ সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আইএলএসআর— প্রাচীন ভাষাশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। এই চুক্তির ফলে প্রায় হারিয়ে যাওয়া পালি, কুড়মালি, অলচিকি— এধরনের ভাষার চর্চার গুরুত্ব বাড়বে। সংস্কৃত ভাষার পঠন-পাঠনে বেদ-বেদান্ত উপনিষদ-সহ বিভিন্ন বিষয়ে আরও জনপ্রিয়তা পাবে। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মণিশংকর মণ্ডল বলেন, প্রাচীন ভাষাশিক্ষার নবদিগন্ত খুলে দিল আজকের এই মউ স্বাক্ষরের মধ্য দিয়ে। শিক্ষামন্ত্রী এই প্রাচীন ভাষাশিক্ষার প্রসারে অনুপ্রাণিত করেছেন। যেসব ভাষা হারিয়ে যাচ্ছে তার নতুন চর্চাই শুধু নয়, পাশাপাশি বিভিন্ন প্রাচীন ভাষাশিক্ষার ওপর পিএইচডি করারও সুযোগ থাকবে।