ওয়েবে ভিন্ন স্বাদ, দর্শক মাত

ওয়েব সিরিজের অবাধ বিচরণক্ষেত্র ওটিটি প্ল্যাটফর্মগুলি। সেখানে ভাষা যা-ই হোক না কেন আসল হল কনটেন্ট। সেই জমজমাট কনটেন্টের কারণে ভিন্ন ভাষার দুই সফল ওয়েব সিরিজ এই মুহূর্তে দর্শকদের হিট লিস্টে। একটি হল হইচই-এর বাংলা পলিটিক্যাল ড্রামা ‘রাজনীতি’ এবং অপরটি হিন্দি ক্রাইম থ্রিলার সিরিজ ‘দহাড়’। ‘রাজনীতি’র পরিচালক সৌরভ চক্রবর্তী। ‘দহাড়’-এর পরিচালক রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। স্ট্রিমিং শুরু হয়েছে দুটোরই। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

রোম্যান্টিক প্রেম থেকে ক্রাইম থ্রিলার, ফ্যামিলি ড্রামা, পুরানো সেই দিনের কথা, বন্ধুত্বের উদযাপন, পূর্বজন্মের স্মৃতি অথবা গোয়েন্দা গল্প, ফ্যান্টাসি— সবকিছু নিয়ে ভূরি ভূরি ওয়েব সিরিজ নিত্যদিন লঞ্চ হচ্ছে বিভিন্ন ওটিটিতে। বড়পর্দার আকর্ষণের চেয়েও এখন পপুলার বারো মাস সঙ্গে থাকা ওটিটির ভরা সংসার। নিত্য এই নতুনত্বের মাঝে দর্শক-পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে এই মুহূর্তের দুটো ওয়েব সিরিজ। একটি বাংলা ওটটি প্ল্যাটফর্ম হইচই-এর পলিটিক্যাল ড্রামা ‘রাজনীতি’ অপরটি আমাজন প্রাইমের ক্রাইম থ্রিলার সিরিজ ‘দহাড়’।

আরও পড়ুন-দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে মোদি সরকার, বর্ষপূর্তিতে কড়া আক্রমণ ডেরেকের

রাজনীতি
‘রাজনীতি’র বিষয়বস্তু নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে। এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে এগিয়ে তা হল পলিকটিক্স। একবেলা না খেলেও চলবে কিন্তু রাজনীতির সঙ্গে বাঙালির অবিচ্ছেদ্য সম্পর্ক। একটু স্বাদবদল নতুন এই ওয়েব সিরিজ ‘রাজনীতি’। বাংলা ওটিটি হইচইয়ে স্ট্রিমিং শুরু হয়েছে ২৬ মে থেকে ‘রাজনীতি’র।
এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে দিতিপ্রিয়া রায়কে। রানি রাসমণির সেই ইমেজ ভেঙে অনেকদিনই দিতিপ্রিয়া স্বমহিমায়। এখানে তাঁর চরিত্রটির নাম রাশি। রাশিকে ঘিরেই আবর্তিত এই ওয়েব সিরিজ।

আরও পড়ুন-আজ বোর্ডের সাধারণ সভা, নজর বিশ্বকাপে, কোয়ার্টার ফাইনাল পেতে পারে ইডেন

‘রাজনীতি’র নতুন ময়দানে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিনেত্রী। সিরিজের নায়িকা রাশির জীবনে হঠাৎ ঘটে যায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। ষড়যন্ত্রের শিকার হয় রাশি। কারণ সে একটি সক্রিয় রাজনৈতিক পরিবারের মেয়ে। বাংলার পশ্চিম সীমান্তের এক রুক্ষ অঞ্চল রিজপুর। এখানকার মাটির মতোই এই এলাকার রাজনৈতিক ইতিহাসও ভীষণ জটিল। দেশের স্বাধীনতার পর থেকেই রিজপুরকে নিয়ন্ত্রণ করত বন্দ্যোপাধ্যায়-পরিবার। যতীন বন্দ্যোপাধ্যায়, প্রতিম বন্দ্যোপাধ্যায়ের পর এখন রথীন বন্দ্যোপাধ্যায় সেই এলাকায় সব ক্ষমতার একমাত্র মুখ। এখানকার লোকমান্য সেবক পার্টির নেতা। এই চরিত্রে সিরিজে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইনিই রাশির বাবা। এদিকে দুর্ঘটনায় কোমায় চলে যায় রাশি। সম্পূর্ণ স্মৃতিভ্রংশ হয় তার। তবে ধীরে ধীরে চিকিৎসা এগোয় এবং সুস্থ হতে থাকে। সুস্থ হয়ে সে জানতে চায় কে তাকে মারতে চেয়েছিল। কিন্তু তার এই সুস্থতা সুখের হয় না। ধীরে ধীরে চোখের সামনে খুলে যায় পরিবারের অজানা কালো দিক। কিছু গোপন সত্যি। চেনা মানুষগুলোই অচেনা হয়ে ওঠে ধীরে ধীরে। তারপর কী হবে সেটা জানতে চোখ রাখতে হবে এই ওয়েব সিরিজে।

আরও পড়ুন-‘আমি রাজনীতি করতে আসিনি, আমি একটাই কারণে এসেছি, মানবিক’, বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন আড়াই লক্ষ টাকা ও হোমগার্ডের চাকরি

দীর্ঘদিন পরে এসভিএফের সঙ্গে জুটি বেঁধে নতুন পরিচালনায় নামলেন সৌরভ চক্রবর্তী। অভিনেতা হিসেবে তিনি সবার খুব পরিচিত মুখ। পরিচালক হিসেবে তাঁর এই সিরিজের বিষয়বস্তু ভিন্নতার দাবি রাখে। একটি সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি কোনও একটি বিশেষ দলীয় ভাবধারা নিয়ে না চললেও নিজের মধ্যে একটা রাজনৈতিক চেতনা রয়েছে বলেই বিশ্বাস করি। আমরা কেউ রাজনীতির বাইরে নই। সেই চেতনায় ভর করেই এই ‘রাজনীতি’র জন্ম। এই গল্প একটা পরিবারের। দলের ঊর্ধ্বে আমাদের রোজকার জীবনে, অফিসে, পরিবারে… সব জায়গাতেই তো রাজনীতি লুকিয়ে থাকে। এই ‘রাজনীতি’ও তেমনই।”
‘দিতিপ্রিয়া’ ছাড়া তাবড় অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন এই ওয়েব সিরিজে। যার মধ্যে অন্যতম হলেন অভিনেতা পরিচালক কৌশিক গঙ্গ্যোপাধ্যায়। এই ওয়েব সিরিজে তাঁকে দেখতে পাওয়া যাবে একজন সাংসদের চরিত্রে। এ ছাড়া রয়েছেন নামী নাট্য-অভিনেতা শ্যামল চক্রবর্তী, অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকা এই সিরিজটির মাধ্যমেই প্রথমবার ওটিটিতে পা রাখলেন।

আরও পড়ুন-এগরায় বাজি কারখানা তৈরির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

দহাড়
প্রাইম ভিডিওয় এই মুহূর্তে চর্চিত একটি হিন্দি ওয়েব সিরিজ ‘দহাড়’। যার অর্থ হল গর্জন। ক্রাইম থ্রিলার নিয়ে অনেক ওয়েব সিরিজ এর আগে হয়েছে কিন্তু ‘দহাড়’ একেবারেই স্বতন্ত্র একটি ওয়েব সিরিজ। অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং বিজয় বর্মা অভিনীত এই সিরিজটি স্ট্রিমিং-এর মুহূর্ত থেকেই দর্শকদের হিট লিস্টে। সোনাক্ষীর অভিনয় এখানে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
‘অঞ্জলি ভাটি’ নামের এক সাহসী সাব-ইনস্পেক্টরের চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী। যিনি নিম্নবর্ণের একজন মহিলা হওয়ার কারণে চাকরিতে বৈষম্যের শিকার। সোনাক্ষী যেমন তাক লাগিয়েছেন সিরিজে তেমনই তাক লাগিয়েছেন অভিনেতা বিজয় বর্মা। তাঁর সিরিয়াল কিলারের চেহারা ও চরিত্র আতঙ্ক ধরায় মনে। আগেই ‘দহাড়’-এর টিজার নজর কেড়েছিল দর্শকদের। যেখানে লেখা ছিল ‘অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। কিন্তু তদন্ত চালু রয়েছে’। ২৭টি মেয়ের নিখোঁজ এবং তারপর খুন হওয়ার মতো একটি ভয়ঙ্কর দুর্ধর্ষ কেসের তদন্তভার পড়ে সাব-ইন্সপেক্টর অঞ্জলি ভাটির ওপর। সেই নিখোঁজ এবং খুনের রহস্যের কিনারা করতে পারবেন কি সোনাক্ষী ওরফে অঞ্জলি ভাটি? উত্তর লুকিয়ে রয়েছে এই ওয়েব সিরিজেই।

আরও পড়ুন-প্রাচীন ভাষাশিক্ষা চর্চায় খুলে গেল নবদিগন্ত, আগামী সপ্তাহে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি

এই ওয়েব সিরিজের অপ্রতিরোধ্য প্লটের জন্য স্বীকৃতির দাবিদার রিমা কাগতি এবং জোয়া আখতার। পরিচালনায় রয়েছেন রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। স্ক্রিনপ্লে রিমা কাগতি, জোয়া আখতার এবং রিতেশ শাহ। ওয়েব সিরিজটির প্রযোজনায় রয়েছেন এক্সেল এন্টারটেইনমেন্ট ও টাইগার বেবি ফিল্মস তথা জোয়া আখতার, ফারহান আখতার, রিমা কাগতি, রিতেশ সিধওয়ানি প্রমুখ।
রাজস্থানের পটভূমিকায় তৈরি ‘দহাড়’-এ সোনাক্ষীর সঙ্গে রয়েছেন বিজয় বর্মা, গুলশন দেভাইয়া, সোহম শাহ প্রমুখ নামী অভিনেতা। আটটি এপিসোডের এই ক্রাইম থ্রিলার ড্রামা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়া প্রথম ভারতীয় সিরিজ।

আরও পড়ুন-এসএসকেএম-এ হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসা ইউনিট

ওয়েব সিরিজে ঢুকলেই বিচলিত হয়ে উঠতে বাধ্য মন। রাজস্থানের ছোট্ট জনপদ মান্ডভার একটি সুলভ শৌচালয়ে বিয়ের সাজে সজ্জিতা এক কনের লাশ মেলে। প্রথমে দেখে মনে হয় এটা একটা আত্মহত্যার ঘটনা। কিন্তু পরে ধীরে ধীরে মান্ডভা এবং আশপাশের এলাকা থেকে একের পর এক মহিলার নিখোঁজের খবর সামনে আসতে শুরু করে। অপূর্ব রোম-খাড়া-করা এক রহস্যজাল বুনেছেন গল্পকার এবং পরিচালক। সাব-ইনস্পেক্টর অঞ্জলি ভাটি, এসএইচ ও দেবীলাল সিং এবং ইন্সপেক্টর কৈলাস পারঘি এর তদন্ত শুরু করে। বিজয় বর্মা যেন সেরা প্রাপ্তি। অনবদ্য আঞ্চলিক ভাষা সমন্বিত সংলাপ। ঝরঝরে সাবলীল অভিনয়, টান-টান দৃশ্যায়ন মাত করেছে। সিরিজটি দেখা শুরু করলে শেষ না করে থাকা যাবে না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানান, এই সিরিজের হাত ধরেই তাঁর নতুন করে অভিনয়ে অভিষেক হয়েছে। সত্যি এ যেন এক নতুন সোনাক্ষী।

Latest article