প্রতিবেদন : দিল্লির ক্ষমতা দখল নিয়ে নরেন্দ্র মোদি সরকারের জারি করা অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে পাশে পাওয়ার চেষ্টা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সবার আগে কেন্দ্রের বিরোধিতায় তিনি পাশে পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। তৃণমূলনেত্রীর পরামর্শ মেনে বিভিন্ন অবিজেপি মুখ্যমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন কেজরি। ইতিমধ্যেই তাঁদের পাশে থাকার আশ্বাসও পেয়েছেন তিনি। এবার দিল্লির ক্ষমতা দখল সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে কেজরির পাশে থাকার আশ্বাস দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
আরও পড়ুন-ফের বিভাজনের নীতির ছায়া শিক্ষাক্ষেত্রে, উর্দু কবি ইকবালের জীবনী বাদ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়
শনিবার হায়দরাবাদে রাওয়ের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী। বৈঠকের পর রাও জানান, বিতর্কিত অধ্যাদেশকে মোদি সরকার আইনি রূপ দেওয়ার জন্য সংসদে বিল আনলে আমরা তার বিরোধিতা করব। আমরা দাবি করছি, মোদি সরকারকে অবিলম্বে ওই অগণতান্ত্রিক অর্ডিন্যান্স বাতিল করতে হবে। যদি আমাদের দাবি মেনে মোদি সরকার ওই বিল প্রত্যাহার করে নেয় সেটা ভাল, না হলে আমরা সংসদে ভোটাভুটিতে মোদি সরকারকে হারাব। ইতিমধ্যেই ওই অধ্যাদেশের বিরোধিতায় কেজরির পাশে থাকার আশ্বাস দিয়েছেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, নীতীশ কুমারের মতো বিরোধী দলের নেতারা। কংগ্রেসও এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে।