তৃণমূল কংগ্রেসের (TMC)সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৬০ দিন ধরে ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabojowar)কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কর্মসূচি জনজোয়ারে পরিণত হয়েছে সেই নিয়ে সন্দেহ নেই। ৩০ দিন এর মধ্যেই অতিক্রান্ত। তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে এর কর্মসূচির একটি অফিসিয়াল থিম সং লঞ্চ করা হছে। এবার রেডিওতে তৃণমূলে নবজোয়ারের (Trinamoole Nabojowar)সম্প্রচার হতে শুরু করেছে। শনিবার শালবনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনা গেছে, সঙ্গে ভূপেন হাজারিকার বিখ্যাত গান ‘ মানুষ মানুষের জন্য’র অংশ।
আরও পড়ুন-বিরোধীজোটের প্রথম বৈঠক পাটনায়, দিন ঘোষণা করলেন নীতীশ কুমার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি টাকা দিয়ে মিডিয়ার একাংশকে কেনার চেষ্টা করছে। সঠিক খবর মানুষের কাছে যাচ্ছে না। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে একাধিক অপপ্রচার করেছে বিরোধীরা। তাই এবার কোথায় কখন কী বলছেন অভিষেক, বা তৃণমূল সুপ্রিমো সবটাই জানার সুযোগ ‘রেডিও নবজোয়ার’-এর মাধ্যমে।