রাজপথে কুস্তিগির-পুলিশের সংঘর্ষ, আটক ভিনেশ-বজরং-সাক্ষীরা, ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিককে আটকও করেছে পুলিশ। এমনকি যন্তর মন্তর থেকে সমস্ত তাঁবু সরিয়ে নিয়েছে পুলিশ।

Must read

একদিকে যখন নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী (Prime minister) অন্যদিকে যন্তর মন্তরে বিক্ষোভকারী কুস্তিগীর (wrestler) এবং পুলিশের (police) মধ্যে চলছে সংঘর্ষ। আটক হলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া। নতুন সংসদ ভবনের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের মিছিলে বাঁধা সৃষ্টি করে পুলিশ। কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিককে আটকও করেছে পুলিশ। এমনকি যন্তর মন্তর থেকে সমস্ত তাঁবু সরিয়ে নিয়েছে পুলিশ। গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের নয়া চিন্তাধারা, রেডিওতে ‘তৃণমূলে নবজোয়ার’

যন্তর মন্তরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াকে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে আটক করা হয়েছে। ভিনেশ ফোগাট অভিযোগ করেছিলেন “গণতন্ত্রকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে”। তিনি আরও বলেন জণগন মনে রাখবে যে “নতুন সংসদের উদ্বোধনের সময় “যে মহিলারা রাজপথে তাদের অধিকার দাবি করেছিল তাদের কীভাবে দমন করা হয়েছিল”।

 

আরও পড়ুন-বিরোধীজোটের প্রথম বৈঠক পাটনায়, দিন ঘোষণা করলেন নীতীশ কুমার

এই ঘটনার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ক্ষোভপ্রকাশ করেন। তিনি লেখেন, ‘দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, বিনেশ ফোগতদের টানা হেঁচড়া করেছে, তার তীব্র নিন্দা করছি। দেশের চ্যাম্পিয়নদের এইভাবে হেনস্থা হওয়া আমাদের লজ্জা। গণতন্ত্রের ভিত্তি হল সহনশীলতা। বিরুদ্ধ মতকে সহ্য করতে পারে না একনায়কতান্ত্রিক শক্তি, তাদের জায়গাও দেয় না। অবিলম্বে ওদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি ওদের সঙ্গেই আছি।’

Latest article