আজ রবিবার পশ্চিম মেদিনীপুর (West Midnapur) জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় প্রস্তুতি কেমন হবে তার স্পষ্ট ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের ‘ইগো’কে প্রশ্রয় দেওয়া হবে না সেটা নিজের কথার মধ্যেই স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি
এদিন অভিষেক বলেন, ‘দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগো লড়াই চলছে। আমি ওকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন। সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন।’
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের নয়া চিন্তাধারা, রেডিওতে ‘তৃণমূলে নবজোয়ার’
নেতাদের নাম উল্লেখ করেই এদিন তিনি বলেন, ‘নারায়ণগরের দিকে সূর্য আরেকটু নজর দাও। অজিত, দীনেন, মানস, সুজয়কে বাড়তি দায়িত্ব নিতে হবে। নারায়ণগড়, খড়গপুর, মোহনপুর, দাঁতন, শালবনী, মোহনপুর ব্লকে সংগঠনে নজর দিতে হবে। চন্দ্রকোনা রোড এলাকায় সমন্বয়ের অভাব রয়েছে।’
আরও পড়ুন-রাজপথে কুস্তিগির-পুলিশের সংঘর্ষ, আটক ভিনেশ-বজরং-সাক্ষীরা, ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচির পরে বেশ কিছু ব্লকের অঞ্চল সভাপতির পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে করা হয়েছে মনে করছে রাজনৈতিক মহল।