সংবাদদাতা, হাওড়া : এবার শহরের হকারদের পাশে দাঁড়াচ্ছে হাওড়া কর্পোরেশন। তাঁরা যাতে আরও ভালভাবে ব্যবসা করতে পারেন সেই উদ্দেশ্যে তাঁদের প্রত্যেককে আর্থিক সহায়তা দেবার ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে পুরো কাজটা হবে তার রূপরেখা চূড়ান্ত করতে সোমবার পুরনিগমের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী। বৈঠকে এ ব্যাপারে একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। ঠিক হয়, জুন মাসের প্রথম দিক থেকেই এই কাজ শুরু হয়ে যাবে।
আরও পড়ুন-নির্বাচন কমিশনারের ফাইল পড়ে রাজভবনে
হাওড়া কর্পোরেশনের ৪টি বিধানসভা এলাকায় শিবির করে সংশ্লিষ্ট এলাকার হকারদের হাতে ওই আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। হাওড়া পুরনিগম সূত্রে জানা গেছে, মোট ৭৫৮ জন হকারকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ব্যাপারে বিধানসভাভিত্তিক হকারদের নামের তালিকাও তৈরি হয়ে গেছে। ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি জানান, প্রত্যেক হকারকে ন্যূনতম শর্তে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। জুনের প্রথম দিক থেকেই প্রতিটি বিধানসভা এলাকায় জন প্রতিনিধিদের উপস্থিতিতে শিবির করে হকারদের হাতে ওই ঋণ তুলে দেওয়া হবে।