সংবাদদাতা, রায়গঞ্জ : কেন্দ্রীয় সরকার বারবার রাজ্যবাসীকে ঠাকাচ্ছে। কিন্তু মানুষ এর জবাব দেবেন। ইতিমধ্যেই বঞ্চনার বিরুদ্ধে উঠেছে প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যজুড়ে। ২০২৪-এ এই বঞ্চানার জবাব পাবেন মোদি। রায়গঞ্জের জিএসটি দফতরের সামনে ৪৮ ঘন্টা ধরে রিলে অনশনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। সোমবার এই আন্দোলনে যোগ দিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই অনশন মঞ্চে যোগ দিয়ে এভাবেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন। জেলার শ্রমিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও সংগঠনের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন।
আরও পড়ুন-হকারদের ১০ হাজার টাকার ঋণ
আইএনটিটিইউসির উদ্যোগে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার দাবি-সহ ৮ দফা দাবি নিয়ে এদিনের রিলে অনশনে দফায় দফায় নেতাকর্মীরা বিক্ষোভ দেখান। সভামঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্র সরকারের বিরুদ্ধে থাকেন উপস্থিত নেতাকর্মীরা। তাঁদের দাবি কেন্দ্র সরকার আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছে। উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে গ্যাস দেওয়ার কথা বলে তা দেওয়া হচ্ছে না। বরং অল্প অল্প করে রান্নার গ্যাসের দাম বর্তমানের সাধারণ মানুষের কাছে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে।
আরও পড়ুন-নির্বাচন কমিশনারের ফাইল পড়ে রাজভবনে
রান্নার গ্যাস শুধু নয় চারিদিকে শুধু মূল্যবৃদ্ধি এবং কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মের নামে রাজনীতি করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করাই এই সরকারের প্রধান কাজ। সাধারণ মানুষও এখন সবটাই বুঝতে পেরেছে। আস্তে আস্তে সরকারি সংস্থাগুলোকে বেসরকারীকরণের যে প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার শুরু করেছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।