প্রতিবেদন : ফের ইউক্রেনের উপর বড় ধরনের হামলা চালাল রাশিয়া (Ukraine- Russia)। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। সোমবার মুহুর্মুহু এয়ার রেড সাইরেনে আতঙ্কিত শহরের বাসিন্দারা আশ্রয় নেন ভূগর্ভস্থ বাঙ্কার ও বিভিন্ন এয়ার রেড শেল্টারে।
কিয়েভের (Kyiv) মেয়র ভিতালি ক্লিশচেঙ্কো জানিয়েছেন, রবিবার রাত থেকে শহরে আছড়ে পড়েছে একের পর এক রুশ গোলা। সোমবারও শহরে হামলা হয়েছে। কমপক্ষে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ক্রমাগত হামলা চলছে। তবে দিনের আলোয় হামলা খুবই বিরল। কিয়েভ ও অন্যান্য এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই তবে বেশ কয়েকজন জখম হয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে দেশের সেনাবাহিনীও রাশিয়াকে পাল্টা জবাব দিচ্ছে।
উল্লেখ্য, ক্রেমলিনে ড্রোন হামলার পর গত এক মাস ধরে লাগাতার কিয়েভে ড্রোন হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। কয়েকদিন আগেই পূর্ব ইউক্রেনের (Ukraine- Russia) গুরুত্বপূর্ণ শহর বাখমুট দখল করার কথা ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin)।
আরও পড়ুন- পুতিনের সঙ্গে বৈঠক, তারপরই অসুস্থ বেলারুশ প্রেসিডেন্ট