সংবাদদাতা, দিঘা : নবজোয়ার কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় পা রাখলেন। সেইদিন দিঘার সৈকত সরণিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বালির ভাস্কর্য গড়ে রীতিমতো চমক দিলেন ওড়িশার শিল্পী সুদর্শন মহাকুড়। ওল্ড দিঘার সৈকত সরণিতে এই বালির ভাস্কর্য রীতিমতো সাড়া ফেলে দেয়। এই শিল্পী বালি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার ফুটের আবক্ষ মূর্তি তৈরি করেন।
আরও পড়ুন-ভূতুড়ে গর্তের উদয়, ভয় কাটাতে ময়দানে বিজ্ঞানমঞ্চ
পাশে তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন। আর পাশে লেখা ‘জনসংযোগ যাত্রা’। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচি জনমানসে ব্যাপক সাড়া ফেলেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানোর জন্য শিল্পী এই ভাস্কর্য সমুদ্র সৈকতে ফুটিয়ে তুলেছেন। এই ভাস্কর্য তৈরি করতে দুই ট্রাক্টর বালি লেগেছে। সোমবার রাত এগারোটা নাগাদ ওড়িশার এই শিল্পী ভাস্কর্য তৈরি শুরু করেন। শেষ হয় মঙ্গলবার সকাল দশটা নাগাদ। আর এই বালি ভাস্কর্য দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। বহু পর্যটক এই ভাস্কর্যের ছবি মোবাইলে তোলেন। বাংলা-ওড়িশা সীমান্ত লাগোয়া সংখারী গ্রামের বাসিন্দা এই শিল্পী সুদর্শন মহাকুড়।
আরও পড়ুন-বামেরা আগে নিজেদের দুর্নীতিটা দেখুক
তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় এই নবজোয়ার কর্মসূচির ছবি দেখেছি। গাড়ির উপর রীতিমতো নায়কের মতো দেখতে, তরুণ এই নেতা দাঁড়িয়ে আছেন। আর চারদিকে জনসমুদ্র। সেই নেতাকে এমন কর্মসূচির জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দিঘার সৈকতে এমন ভাস্কর্য করলাম। ডায়মন্ড হারবার থেকে সপরিবারে দিঘায় বেড়াতে আসা চন্দন কর্মকার বলেন, গরমের ছুটিতে আমরা সবাই দিঘায় এসেছি। আমাদের সাংসদ, আমাদের নেতার এমন ভাস্কর্য দেখে খুব ভাল লাগছে। এমন জনপ্রিয় সাংসদ পেয়ে আমরা রীতিমতো গর্বিত।