সংবাদদাতা, হাওড়া : ফের বেসরকারীকরণের পথে রেল। এবার রেলের নিজস্ব প্রিন্টিং প্রেস বন্ধ করে তা তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে। এর ফলে রেলের টিকিট, রিজার্ভেশনের জন্য রিকুইজিশন ফর্ম সহ যাবতীয় নথিপত্র ছাপার কাজও বন্ধ করছে রেল। হাওড়ার প্রিন্টিং প্রেস বন্ধের সিদ্ধান্তে রেলের কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রিন্টিং প্রেস আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এখানে নতুন মেশিনও আনা হয়েছিল। জোরকদমে চলছিল প্রিন্টিং প্রেসগুলি।
আরও পড়ুন-শিন্ডে শিবিরে বিদ্রোহের হাওয়া, দাবি সামনায়, জোট ছাড়ার পথে ৯ সাংসদ, ২২ বিধায়ক
কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার প্রিন্টিং প্রেসগুলি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। দীর্ঘদিন ধরেই প্রিন্টিং প্রেস বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে বলে কর্মীদের অভিযোগ। তাঁরা জানান, প্রিন্টিং প্রেসে সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও এখানকার কাজগুলি বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। আর এখানকার মেশিনপত্রগুলি বন্ধ রেখে তা নষ্ট করা হচ্ছে। এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন রেলকর্মীরা। জানা গিয়েছে, হাওড়ার প্রিন্টিং প্রেসে এই মুহূর্তে প্রায় ১৫০ জন কর্মী রয়েছেন। তাঁদের অন্য দফতরে বদলি করে দেওয়ার ব্যবস্থা করছে রেল দফতর। এর প্রতিবাদে রেলকর্মীরা লাগাতার বিক্ষোভ-আন্দোলন শুরু করেছেন। কেন চালু প্রিন্টিং প্রেস বন্ধ করে তার জায়গায় বেসরকারি সংস্থাদের আনা হচ্ছে সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন তাঁরা। অবিলম্বে রেলের এই সিদ্ধান্ত স্থগিতের দাবিও জানিয়েছেন ক্ষুব্ধ রেলকর্মীরা।