প্রতিবেদন : যৌন হেনস্তায় অভিযুক্ত কুস্তি ফেডারেশনের প্রধান, বিজেপি আশ্রিত ব্রিজভূষণ শরণ সিংয়ের অপসারণ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের তাবড় পদকজয়ী কুস্তিগিররা। কেন্দ্রীয় সরকারের বর্বরোচিত হামলার পরেও মাটি কামড়ে আন্দোলনে রয়েছেন তাঁরা। এবার তাঁদের পাশে থাকার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ওই কুস্তিগিরদের আন্দোলন ভাঙতে যেভাবে হামলা নিগ্রহ চালিয়েছে তার কঠোর নিন্দা করেছেন তিনি।
আরও পড়ুন-কর্মসংকোচন বন্ধ হচ্ছে রেলের প্রিন্টিং প্রেস
আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে ও তাদের ওপর হামলার নিন্দা করে বুধবার কলকাতায় মিছিল আয়োজনের কথাও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের সঙ্গে বুধবার কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে বলে জানান তিনি। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে আরও একবার দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের পাশে থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও কুস্তিগিরদের নিগ্রহ, চরম অত্যাচার করা হয়েছে। পদকজয়ী কুস্তিগিরদের যেভাবে হেনস্তা করা হয়েছে তাতে দেশের সম্মান ভূলুণ্ঠিত। আজ দুপুরে ওদের সঙ্গে কথা হয়েছে। ওদের পাশে থাকার বার্তা দিয়েছি। পদক ওরা নিজেদের প্রয়াসে জিতেছেন। তাই আবেদন জানিয়েছি যেন পদক বিসর্জন না দেন। আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থন জানাতে আগামিকাল কলকাতায় ক্রীড়াব্যক্তিত্বদের মিছিল আয়োজনের নির্দেশ দিয়েছি ক্রীড়ামন্ত্রীকে।’’
আরও পড়ুন-শিন্ডে শিবিরে বিদ্রোহের হাওয়া, দাবি সামনায়, জোট ছাড়ার পথে ৯ সাংসদ, ২২ বিধায়ক
প্রসঙ্গত, যৌন হেনস্তায় অভিযুক্ত রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তির দাবিতে দিল্লিতে একমাসের বেশি সময় ধরে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন অলিম্পিকে পদকজয়ী দেশের সেরা কুস্তিগিররা। কিন্তু মোদি সরকার তাঁদের কথায় কর্ণপাত না করায় মঙ্গলবার সন্ধ্যায় কুস্তিগিররা নিজেদের পদক হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাঁদের। তবে আমরা কুস্তিগিরদের পাশে রয়েছি।’’