ইলিশের টু পাঁঠার ঝোল!‌ বাড়িতে পৌঁছবে সরকারি রান্না

Must read

প্রতিবেদন : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই খাদ্যরসিক বাঙালির ভুরিভোজ। এবার পুজোর দিনগুলিতে আপনার পছন্দের পদ সরাসরি পৌঁছে যাবে আপনার দরজায়। একেবারে রাজ্য সরকারি উদ্যোগে গুণমান সম্পন্ন মুখরোচক খাবার।

শুধু অর্ডার করুন। এবার পুজোয় বাড়ি বসে কলকাতার নামী-দামী ৭টি রেস্তোরাঁর বাঙালি কুইজিন একদম আপনার হাতে চলে আসছে পুজোর ৫ দিন ধরে। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগ।

আরও পড়ুন :-দলেরই নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতারি এড়াতে পুজোয় “চুপি চুপি” হাইকোর্টে কৈলাশ

রকমারি খাবারের স্বাদ নিতে যা করতে হবে আপনাকে…

এবার পুজোয় প্রথমবার, ফোন বা হোয়াটস অ্যাপ করে বাড়িতে আনিয়ে নিন পছন্দের বাঙালি খাবার। এর আগে মহালয়া ও রথের দিন পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছিল। কিন্তু তা ছিল মাত্র এক দিনের। এবার একটানা ৫দিন। ষষ্ঠী থেকে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে শর্ত একটাই, পরের দিনের দুপুরের জন্য আগের দিন রাত ৯ টার মধ্যে এবং রাতে খাবার চাইলে সেদিন সকাল ১০টার মধ্যে জানতে হবে।

নম্বর: ৯১৬৩৩২৩৫৫৬/৯১৬৩৩১২৮০৮/৮১৭০৮৮৭৯৪১ এবং ৬২৯০২২৫৮৫৯। যেহেতু ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে গেছে তাই এই প্রতিবেদনে অষ্টমীর রাত থেকে কী কী পাবেন জানানো হল।

(১) অষ্টমী: খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি পান। দাম ২৫০ টাকা।

(৩) নবমী: সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফিশ ফ্রাই, কচি পাঁঠার ঝোল, চাটনি, মিষ্টি দই এবং মিষ্টি পান। দাম পড়বে ৪২৫ টাকা।

(৪) দশমী: মেনু নবমীর মতই। তবে শেষ পাতে থাকছে মিষ্টি চমক। ৩৫০ টাকার এই প্লেটে মিষ্টি হিসেবে পাবেন ১ পিস শক্তিগড়ের ল্যাংচা, রানাঘটের পান্তুয়া, বাংলার রসগোল্লা এবং ১০০ গ্রাম করে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা।

 

Latest article