গদ্দার বিরোধী দলনেতার মিথ্যাচারের যোগ্য জবাব দিল তৃণমূল কংগ্রেস। রীতিমতো তথ্য পেশ করে দলের পক্ষ থেকে দেখিয়ে দেওয়া হল কেন্দ্রের নিদারুণ বঞ্চনা এবং বিমাতৃসুলভ আচরণ স্বত্ত্বেও রাজ্যের স্বনির্ভরতা কিন্তু অটূট। বুঝিয়ে দিল বিজেপির সামাজিক সুরক্ষার গালভরা প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখার কোনও কারণই নেই। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্র। কিন্তু ব্যাহত করতে পারেনি স্বনির্ভরতায় রাজ্যের দৃষ্টান্তমূলক সাফল্য। বাংলার প্রায় ১৭ লক্ষ মানুষের জন্য বার্ধক্যভাতা এবং ১৫ লক্ষ মানুষের জন্য বিধবাভাতা গত বাজেটে নিশ্চিত করেছে রাজ্য। আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। যেখানে কোনও দুর্নীতির প্রশ্নই নেই। ট্যুইট-বার্তায় এই তথ্য তুলে ধরেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ। রীতিমতো শ্লেষাত্মক ভাষায় তোপ দেগেছেন গদ্দারের মিথ্যাচারের বিরুদ্ধে।
LoP lies through his teeth. He’s just bitter about the fact that we don’t rely on @BJP4India to ensure social security for our residents.
Given how they halted WB’s rightful MGNREGS and Awas Yojana dues, can U blame us for being selfsufficient?
GoWB, in its last budget, provided… https://t.co/GxD3NYGsVR— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 2, 2023
আরও পড়ুন- অভিষেককে আর্শীবাদ ৭৬ বছর বয়সী বৃদ্ধার, আবেগে ভাসল নন্দকুমার-মহিষাদল-ময়না