চিকিৎসা-শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুকুটে আরেক পালক। এই প্রথম কলকাতার ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর) বা পিজিতে হেড ও নেক সার্জারিতে এমসিএইচ পড়ানোর অনুমোদন পেল মেডিক্যাল কমিশনের কাছ থেকে। এটি শুরু হবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষেই। এই এমসিএইচ মানে সার্জিক্যাল সায়েন্সে সর্বোচ্চ স্নাতকোত্তর ডিগ্রি। এটি পড়ানোর জন্য চারটি আসনের অনুমোদন মিলল, যা সর্বভারতীয় প্রেক্ষিতে রীতিমতো উল্লেখ্য ঘটনা। সারা দেশে আসন মাত্র ২০টি। তার মধ্যে মুম্বইয়ের টাটা ক্যানসার সেন্টারেরই চারটি আসনের অনুমোদন আছে, আর কারও নেই। দিল্লি এইমস এবং পিজিআই-এর আছে দুটি করে আসন। তাই এক্ষেত্রে আমাদের রাজ্য টাটা কেন্দ্রের সমান হল। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রেসিডেন্ট এক চিঠিতে এই অনুমোদন প্রাপ্তির খবর জানিয়েছেন আইপিজিএমইআর-এর প্রিন্সিপালকে। এই খবর জানিয়ে উচ্ছ্বসিত এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অরুণাভ সেনগুপ্ত জানিয়েছেন, এটা আমাদের সার্বিক কৃতিত্ব। এর জন্য অনেক লড়াই করতে হয়েছে। আমার জীবনে সবচেয়ে সুখের দিন। এর জন্য মুখ্যমন্ত্রীর অবদানও অনেক। ওঁকেও সুখবরটা জানানো দরকার। বাংলায় এই বিষয়ে পড়ার কোনও সুযোগ ছিল না। সর্বভারতীয় পরীক্ষায় পাশ করেই এই কোর্সে ভতি হতে হবে বলে জানিয়েছেন ডাঃ অরুণাভ সেনগুপ্ত।