নয়াদিল্লি, ৩ জুন : আইপিএলে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন। ১৭ ম্যাচে তিনটি সেঞ্চুরি-সহ মোট ৮৯০ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন শুভমন গিল। আইপিএলের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন। শুধু তাই নয়, ভারতীয় দলের জার্সিতেও গত এক বছরে তিন ফরম্যাটেই ব্যাট হাতে বিপক্ষ বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন শুভমন। তরুণ ওপেনারের মধ্যে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মতো কিংবদন্তিদের ছায়া দেখছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-ধর্মে ধর্মে বিভাজন, আপনার কি আর কিছুই নাই মোদিজি
যদিও এখনই শচীন-বিরাটের সঙ্গে একই ব্র্যাকেটে শুভমনকে রাখার পক্ষপাতী নন গ্যারি কার্স্টেন। গুজরাট টাইটান্সের মেন্টর হওয়ার সুবাদে শুভমনকে খুব কাছ থেকে দেখেছেন কার্স্টেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, ‘‘শুভমন দারুণ প্রতিভাবান। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হওয়ার যাবতীয় গুণ ওর মধ্যে রয়েছে। তবে ও বয়সে তরুণ। তবে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছে। তাই এখনই শচীন-বিরাটদের মতো কিংবদন্তিদের সঙ্গে ওর তুলনা টানাটা উচিত হবে না।’’ কার্স্টেন আরও যোগ করেছেন, ‘‘গত এক বছরে জাতীয় দলের জার্সিতে সব ফরম্যাটে নিজের জাত চিনিয়েছে শুভমন। ও লম্বা রেসের ঘোড়া। তবে শচীন-বিরাটদের পর্যায়ে যেতে গেল ওকে আরও অনেকগুলো বছর ধরে এই ধারাবাহিকতা দেখাতে হবে। আমার বিশ্বাস, শুভমন সেটা পারবে।’’