প্রতিবেদন : তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ৩৯ দিন পেরিয়ে সোমবার ৪০ দিনে পড়ল। ইতিমধ্যেই বাংলার বেশিরভাগ বুথ ছুঁয়ে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি আর হাতে-গোনা কয়েকটি জেলা। প্রচণ্ড রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সব বাধা-বিপত্তি একপাশে সরিয়ে রেখে নবজোয়ার কর্মসূচি চলছে। জেলায় জেলায় উপচে-পড়া ভিড়ের ছবি চাপে ফেলে দিয়েছে বিরোধীদের। মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ঝোড়ো গতিতে এগিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-ক্যাগ রিপোর্টে আগেই রেলের একাধিক ত্রুটি ধরা পড়েছিল
রবিবারও হাওড়ায় নবজোয়ার কর্মসূচিতে যথারীতি ঝড় তুলে দিলেন তিনি। রবিবার দুপুরের চড়া রোদ মাথায় নিয়েই বাগনানের ক্যাম্প থেকে বেরিয়ে হাওড়ার পাঁচলায় পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান দলীয় নেতৃত্ব। সেখান থেকে অভিষেক যান সাঁকরাইলে। সেখানে তাঁর রোড-শোকে কেন্দ্র করে ছিল জনজোয়ার। এরপর ডোমজুড়ে আরও একটি রোড-শো করে তিনি চলে যান ডোমজুড় বিডিও অফিস ময়দানে। আজ সেখানে ক্যাম্পে অধিবেশন ও রাত্রিবাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরের কোচবিহার থেকে হাওড়ার পাঁচলা-সাঁকরাইল-ডোমজুড় স্বতঃস্ফূর্ত ভিড়ের চেনা ছবি বুঝিয়ে দিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল— আছে— থাকবে।