মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি রূপায়ণের পর রাজ্যে অনেকটাই কমেছে পথদুর্ঘটনার সংখ্যা। এবার পথ দুর্ঘটনা ও তার জেরে প্রাণহানি কমাতে জেলা স্তরের পর মহকুমা এবং ব্লক স্তরেও পথ নিরাপত্তা কমিটি গঠন করা হচ্ছে। রাজ্য সরকারের পথ নিরাপত্তার নীতি তৃণমূল স্তরে কার্যকরী করতে এই কমিটি কাজ করবে। রাস্তা থেকে বেআইনি হোর্ডিং-সহ দুর্ঘটনা ঘটাতে পারে এমন সমস্ত জিনিস যাতে সরিয়ে ফেলা হয় তা নিশ্চিত করবে এই কমিটি। ফুটপাতকে দখলমুক্ত করে পথচারীদের সুরক্ষার বিষয়টিও তারা দেখভাল করবে। কমিটির সদস্যরা প্রতিমাসে বৈঠক করে নিজের মহাকুমা ও ব্লকের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। মহকুমা শাসকের নেতৃত্বে গঠিত মহকুমা স্তরের কমিটিতে পরিবহণ দফতরের অতিরিক্ত আঞ্চলিক অধিকর্তা, মহকুমা পুলিশ আধিকারিক, অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা, পূর্ত দফতরের সহকারি ইঞ্জিনিয়ার, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক প্রমুখ থাকবেন। একই রকম ভাবে ব্লকস্তরের কমটিতে নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও। ওই কমিটিতে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও, পুরসভা,পঞ্চায়েত স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকদেরও শামিল করার কথা বলা হয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি শুরু হওয়ার পর রাজ্যে প্রাণঘাতী পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। ২০২২ সালে পয়তাল্লিশটি মারাত্মক দুর্ঘটনায় ৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। চলতি বছরে তা আরও অন্তত দশ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও পড়ুন- ট্রেন দুর্ঘ.টনায় আ.হতদের দেখতে SSKM-এ মুখ্যমন্ত্রী