বার্সেলোনা, ৭ জুন : লিওনেল মেসির দলবদল নিয়ে নাটকের পর নাটক। গতকাল রাতেও আর্জেন্টাইন মহাতারকার বার্সেলোনা ফেরা নিয়ে কার্যত নিশ্চিত ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে গেল ম্যাজিকের মতো! ক্যাম্প ন্যু নয়, নতুন মরশুমে মেসির গন্তব্য হতে চলেছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি (Lionel Messi- Miami)! স্বয়ং মেসি মার্কিন ক্লাবকে মৌখিকভাবে সম্মতি দিয়ে দিয়েছেন বলে খবর।
সৌদি ক্লাব আল হিলালের বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাব থাকলেও, মেসি ঝুঁকে ছিলেন বার্সেলোনার দিকে। তাঁর বাবা জর্জে মেসিও গত ৪৮ ঘণ্টার মধ্যে বার্সা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। কিন্তু তা সত্ত্বেও জট কাটেনি। স্প্যানিশ মিডিয়ার দাবি ছিল, বেতনসীমা নিয়ে কাতালান জায়ান্টদের দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে দু’বছরের চুক্তিতে পুরনো ক্লাবেই ফিরছেন মেসি। প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়তে ২০২৬ সালের জুন পর্যন্ত।
আরও পড়ুন- শেষ চারে আলকারেজের সামনে জকোভিচ
মেসিও (Lionel Messi- Miami) চাইছিলেন, দ্রুত সিদ্ধান্ত নিতে। কিন্তু বার্সা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত মেসিকে আনুষ্ঠানিকভাব প্রস্তাবই দেয়নি। পুরনো ক্লাবের এই ঢিলেঢালা মনোভাবে চূড়ান্ত বিরক্ত মেসি ইন্টার মিয়ামির প্রস্তাবেই হ্যাঁ করে দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, মার্কিন এই ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের মতো প্রাক্তন তারকা। বেশ কিছুদিন ধরেই মেসিকে পাওয়ার জন্য ছিনে জোঁকের মতো লেগে রয়েছে মার্কিন এই ক্লাব। স্বয়ং বেকহ্যামও কয়েক মাস আগে প্যারিস ঘুরে গিয়েছিলেন। বার্সেলোনার তরফ থেকে প্রস্তাব না আসায় মেসির সামনে বিকল্প জুটো পথ খোলা ছিল। এক—সৌদি ক্লাবের প্রস্তাবে সাড়া দেওয়া। দুই—মার্কিন মুলুকে পাড়ি দেওয়া। দ্বিতীয় বিকল্পই তিনি বেছে নিয়েছেন বলে আর্জেন্টাইন মিডিয়ার দাবি।
সবকিছু ঠিক থাকলে, চার বছরের চুক্তিতে বেকহ্যামের ক্লাবে যাচ্ছেন মেসি। প্রতি বছরে তার জন্য মেসিকে দেওয়া হবে ৫৪ মিলিয়ন ডলার। তবে মেসি দু’বছরের বেশি চুক্তি করতে রাজি নন।