প্রতিবেদন : পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই বেসামাল বিজেপির নতুন ষড়যন্ত্র। ভোট ঘোষণার কয়েক মিনিট পরেই ফের ইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। কিন্তু বৃহস্পতিবার রাতে নদিয়ায় অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দিলেন, আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলে তবেই যাব। যেদিন ডাকবে, সেদিনই যাব। একইসঙ্গে অভিষেকের তোপ, বিজেপির নির্দেশেই ইডি তলব করেছে। আমি বিজেপির কর্মী বা ক্রীতদাস নই যে যখন ডাকবে তখনই যেতে হবে। তাঁর সংযোজন, এখনও নোটিশ হাতে পাইনি। কলকাতা থেকে ২৫০ কিমি দূরে আছি। ওরা যদি কোনও নথি চায় পাঠিয়ে দেব। অভিষেক বলেন, যখন গত ১০ দিনে নবজোয়ার মধ্যগগনে। জনসমর্থন বাড়ছে। তখনই ডাকছে। হেনস্তা করতে। কিন্তু এখন নবজোয়ার কর্মসূচি থামানোর প্রশ্নই নেই। ১৬ জুন কাকদ্বীপে গিয়ে শেষ হবে। সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। এরপর পঞ্চায়েত ভোটের প্রচারে অংশ নেব। তাই এখন ফালতু ১০-১২ ঘণ্টা নষ্ট করার মতো সময় আমার নেই। আর এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ইডির নোটিশ। বিজেপি কী ভেবেছে, এভাবে আমাকে, আমার পরিবারকে হেনস্তা করে আমার কর্মসূচি আটকাবে! ওরা যা খুশি করুক, আমি মাথা নত করব না। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন একদফায় পঞ্চায়েত ভোট ঘোষণার পরই বিজেপি-সিপিএম-কংগ্রেস নানা কুযুক্তি খাড়া করেছে। একদফায় কেন? রাজ্য পুলিশ দিয়ে ভোট হয় নাকি? বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার সময় বাধাপ্রাপ্ত হবে! ভোটের দিন সন্ত্রাস হবে। এই সব কুযুক্তির পাল্টা অভিষেক বলেন, জনসমর্থন যাচাই করার মাপকাঠি নির্বাচন। ৮ জুলাই নির্বাচন হোক না। বিজেপি এত ভীত-সন্ত্রস্ত কেন? এরা তো ইডি-সিবিআই নির্ভর। এরপরই অভিষেকের প্রশ্ন, প্রবল কোভিডের মধ্যে ২০২১ সালে ৮ দফায় নির্বাচন হয়নি? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়নি? আব কি বার ২০০ পার বিজেপি বলেনি? কী হয়েছে! ৭৭- এ আটকে গেছে। এখন সিপিএম বড় বড় কথা বলছে। ওদের অতীত ভুলে গেছে মানুষ? এদিন আবারও অভিষেক বলেন, কোথাও কোনও বিরোধী প্রার্থী মনোনয়ন দিতে না পারলে আমায় জানালে আমি দাঁড়িয়ে থেকে মনোনয়ন করাব। তাঁর কটাক্ষ, আগে ৭০ হাজার বুথে প্রার্থী তো খুঁজে বের করুক। প্রার্থীই তো নেই। বিজেপি বরং ইডি- সিবিআইকে বলুক আগামী ৭ দিন ওদের হয়ে প্রার্থী খুঁজে দিতে। বিজেপির ইডি একটা ইঞ্জিন। সিবিআই একটা ইঞ্জিন। এই হল ডবল ইঞ্জিন। সিঙ্গল ইঞ্জিন ফেল করেছে। তাই এখন এই ডবল ইঞ্জিনই ভরসা। তীব্র কটাক্ষ অভিষেকের।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন, এদিন বিকেল ৪.২০টা নাগাদ আমার স্ত্রীকে ছাড়া হয়েছে। তারপর পৌনে পাঁচটার সময় আমায় নোটিশ পাঠানো হয়েছে। আমায় ১৩ তারিখ ডাকা হয়েছে। এর আগে যখন ডাকা হয়েছে গিয়েছি। ইডিকে অনুরোধ করেছিলাম, নবজোয়ার শেষ হওয়ার পর ডাকলে আমি আসব। তবে আমি ইডি-সিবিআই অফিসারদের দোষারোপ করছি না। অফিসারদের ওপর কোনও ক্ষোভ নেই। ওঁরা কাজ করছেন। কিন্তু বিজেপির নির্দেশে করছেন। বিজেপি এতটাই বেহায়া-নির্লজ্জ যে আমার ফোনে পেগাসাস ঢুকিয়ে আড়ি পেতে আমাকেই নোটিশ পাঠাচ্ছে! তোপ অভিষেকের। তাঁর কথায়, বিজেপির যদি মনে হয় চিঠি দিয়ে হেনস্তা করবে, তার থেকে আমি সরাসরি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের হাতে তথ্য-প্রমাণ থাকলে গ্রেফতার করুন। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্র মন্ত্রীর চেয়ারের প্রতি সম্মান জানিয়ে বলছি, পারলে গ্রেফতার করুন। তাঁর সংযোজন, আর গ্রেফতার করতে হবে কেন! প্রমাণ থাকলে আমি নিজেই ফাঁসির মঞ্চে যাব।
আরও পড়ুন- ৯১৩৭০-৯১৩৭০: সরাসরি মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে তুলোধনা
যারা সবথেকে বড় অপরাধী তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা চিঠি ইডিকে দিচ্ছি, সেই চিঠি নিয়ে শুভেন্দু প্রেস কনফারেন্স করছে। এটা কী করে হয়। তোপ অভিষেকের। তাঁর কথায়, এটা নিয়ে আমি সুপ্রিম কোর্ট-এর দৃষ্টি আকর্ষণ করব। এরপরই তীব্র কটাক্ষে তিনি বলেন, যে বিজেপিতে যোগ দেয় সে ধোয়া তুলসী পাতা। আর যে মাথা উঁচু করে লড়াই করবে তার বিরুদ্ধে এসব হবে। তদন্তকারী সংস্থা আর চোর এক হলে দেশের কী হবে! প্রধানমন্ত্রী কবচের কথা ঢালাও প্রচার করেছেন। অথচ বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ৩০০ লোক মারা গেল। তাঁর তোপ, চোররা চুরি করে বিজেপিতে যাবে। ওদের ইডি-সিবিআই প্রোটেক্ট করবে। বিরোধীদের বলব, আসুন, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মুখোমুখি হোন। মানুষই ঠিক করবে তারা কাকে চায়।
নবজোয়ার কর্মসূচিকে আটকাতে কী না করছে ওরা! আমার ৩ বছরের ছেলে আর ৯ বছরের মেয়ে, স্ত্রী, আপ্ত সহায়ক— কাউকে ছাড়ছে না। হেনস্তা করছে। এরপরই তিনি বলেন, বিজেপিকে বলব, এগুলো করে কোনও লাভ নেই। দু’দিন আগে আমার স্ত্রীকে এয়ারপোর্টে গিয়ে সকাল ৮টায় নেটিশ ধরিয়ে বলেছে, ৮ জুন আসতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ওরা আমার স্ত্রীকে আটকেছে। সে গিয়েছে। আমিও এর আগে দিল্লিতে গিয়েছি। আসলে কিছুই না। এভাবে ডেকে হেনস্তা করা। এটা কোনও কাকতালীয় নয়। আজ পঞ্চায়েতে ভোট ঘোষণা হয়েছে। তারপর আবার ডেকেছে৷ ৮ জুলাই ভোট। ১৬ তারিখ আমাদের শেষ কর্মসূচি। ফলে আগামী, এক মাস সময় নষ্ট করার মতো সময় আমার নেই। ৮ জুলাইয়ের পর যখন ডাকবেন, আমি যাব। নবজোয়ার যাত্রার মাঝে এভাবে ১০-১২ ঘণ্টা নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। এটা শেষ হওয়ার পর প্রচারে সময় দিতে হবে। ফলে ৮ তারিখের পর যখন যেখানে ডাকবে, যাব। ইডি একটা ইঞ্জিন। সিবিআই একটা ইঞ্জিন। এই হল ডবল ইঞ্জিন। সিঙ্গল ইঞ্জিন ফেল করেছে। তাই এই ডবল ইঞ্জিন। আগামী ৭ দিন ইডি-সিবিআইকে লাগিয়ে প্রার্থী খুঁজে বের করুন। নিজেরা তো পারবেন না। জনতার দরবারে লড়াই হোক। এতদিন তো ইডি-সিবিআইয়ের দরবারে লড়াই হচ্ছিল। এবার জনতার দরবারে আসুন না। দেখা যাক মানুষ কাদের সঙ্গে আছে।