মনোনয়ন প্রক্রিয়ায় আরও কিছু পদক্ষেপ

কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ দিল না কোর্ট

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election) নিরাপত্তার বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের এক্তিয়ারে হস্তক্ষেপ না করারই ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। আদালতে এই দাবি নিয়ে বিরোধীদের দায়ের করা মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে জোরালো দাবি করলেও এ-ব্যাপারে স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার চূড়ান্ত রায়দান স্থগিত রাখলেও বরং এদিন কোনও নির্দেশের বদলে কমিশনকে নিজের ক্ষমতার কথাই স্মরণ করিয়ে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ সংস্থা। আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অতীতের অভিজ্ঞতা থেকে এ-বারেও ত্রুটি থাকা উচিত নয়। কমিশনের ভূমিকা সন্তোষজনক হওয়া উচিত। আপনাদের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকুন। কমিশন চাইলে সঠিক পদক্ষেপ করতে পারে। তবে প্রয়োজনে কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছেন বিচারপতি। রাজ্যের বাহিনীকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় বাহিনীর কথা ভাবতে কমিশনকে এদিন পরামর্শ দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি বলেন, হনুমান জয়ন্তীর মতো এ-ক্ষেত্রেও (পঞ্চায়েত ভোট) কমিশন চাইলে সহযোগিতা চাইতে পারে। কমিশন ৬ থেকে ১০টি জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছে। প্রয়োজনে সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখা যেতে পারে। চুক্তিভিত্তিক কর্মী বা সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করা প্রসঙ্গেও সতর্ক করে আদালত বলেছে, এ-বিষয়ে অভিযোগ রয়েছে। মনে রাখতে হবে, সিভিক কিন্তু পুলিশ নয়। তারা পুলিশকে সাহায্য করার কাজে যুক্ত।

আরও পড়ুন- এবার সুপার হিট সরাসরি মুখ্যমন্ত্রী, দু’দিনে প্রায় ১২ হাজার সমাধান

অন্যদিকে, বিরোধীদের দাবি মেনে পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election) মনোনয়নের সময়সীমা বাড়ার ইঙ্গিত মিলল। কলকাতা হাইকোর্টে বিরোধীদের দায়ের করা মামলার শুনানির সময় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানোর ব্যাপারে সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই দিন মামলার শুনানির সময় সময়সীমা বৃদ্ধির পরামর্শ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি বলেন, আগের বারের তুলনায় মনোনয়ন পেশের সময় কম। প্রতিদিন ৪ ঘণ্টা মনোনয়ন পেশের জন্য অপর্যাপ্ত। কমিশন জানিয়েছে, চাইলে মনোনয়নের সময় এক দিন বাড়ানো যেতে পারে। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত যে মনোনয়ন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল, তা ৯ জুন থেকে ১৬ জুন পর্যন্ত করা যেতে পারে। এর প্রত্যুত্তরে বিচারপতি বলেন, সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করাতে হবে।

* মনোনয়ন জমার সময়- সীমা বাড়ানোর ভাবনা-চিন্তা করছে কমিশন
* বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের উপরই ছাড়ল আদালত
* মনোনয়ন নির্বিঘ্নে করতে কড়া পদক্ষেপ
* মনোনয়ন প্রত্যাহারের কারণ দর্শানো বাধ্যতামূলক করল কমিশন
* জেলা প্রশাসনের কাছ থেকে দৈনন্দিন রিপোর্ট তলব কমিশনের

Latest article