বাংলায় ২ কোটি ২৩ লক্ষ শিশুর হাম-রুবেলার সফল টিকাকরণ, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

Must read

ইউনিসেফের নির্দেশিকা মেনে বাংলা চলতি বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছিল হাম ও রুবেলার টিকাকরণ। যা শেষ হয় ৩১ মার্চে। ‘এম আর’ টিকাকরণ কর্মসূচিতে (‘MR’ vaccination) এসেছে সাফল্য। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বিষয়ে টুইট করে রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলায় ২ কোটি ২৩ লক্ষ শিশুকে হাম ও রুবেলার (Measles Rubella Vaccination) টিকা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার ৯৩ শতাংশের বেশি শিশু টিকা পেয়েছে। ১০ দিনের মধ্যে ১ কোটি শিশুর টিকাকরণ হয়, এক মাসে প্রায় ২ কোটি। ৪০ দিনের মধ্যে ৯৫ শতাংশ বাচ্চাকে দুটি (MR Vaccination) টিকাই দেওয়া সম্ভব হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

হাম এবং রুবেলার মতো রোগ থেকে শিশু কিশোরদের বড় সমস্যা তৈরি হতে পারে বলে জানান চিকিৎসকেরা। হামের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে যায়। বিষয়টিকে গুরুত্ব না দিলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস থেকে শুরু করে পেটের গোলমাল পর্যন্ত দেখা দিতে পারে। এটা আসলে ভাইরাস ঘটিত রোগ। হামের মতোই রুবেলার সংক্রমণ হয় ভাইরাস থেকে। গর্ভাবস্থার প্রথম দিকে রুবেলার সংক্রমণ হলে গর্ভস্থ শিশুর জিনগত বিকৃতি পর্যন্ত হতে পারে। তাই টিকা দিয়েই এই রোগগুলিকে প্রতিরোধ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্যের স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন আগামিকাল অর্থাৎ বুধবার বাংলার সফল প্রচারাভিযানের একটি কেস স্টাডি নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফের (UNICEF) সদর দফতর থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে উপস্থাপন করা হবে৷

Latest article