চেন্নাই, ১৩ জুন : ম্যাচ গড়াপেটায় তাঁর নাম জড়ানোর জন্য এক আইপিএস অফিসারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করলেন মহেন্দ্র সিং ধোনি! মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৫ জুন) এই মামলার শুনানি হবে। ধোনির অভিযোগ, ওই আইপিএল অফিসার আদালত অবমাননা করেছেন।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে উত্তরজুড়ে ধরনায় মহিলারা
প্রসঙ্গত, মাদ্রাজ হাইকোর্টে প্রত্যেক বৃহস্পতিবার আদালত অবমাননার শুনানি হয়। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। তদন্তের পর চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করা হয়। নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর, ফের দু’দল আইপিএলে যোগ দেয়। এই ঘটনায় ধোনির নাম নিয়েছিলেন তামিলনাড়ু ক্যাডারের আইপিএস অফিসার সম্পথ কুমার। ধোনির অভিযোগ, সেই সময় মামলা বিচারাধীন ছিল। তাই তাঁর উল্লেখ করে আদালত অবমাননা করেছিলেন সম্পথ কুমার।
আরও পড়ুন-চাকরির নামে ধর্ষণ, বিজেপি নেতার কুকীর্তি ফাঁস
ধোনির আরও অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই গড়াপেটার সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়েছিল। এতে তাঁর সম্মানহানি হয়েছে। তাই ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা দায়ের করেছেন। ধোনির এই আবেদন মেনে নিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাড়ুর অ্যাডভোকেট জেনারেল আর সম্মুগসুন্দরমও মনে করেন, বিচারধীন বিষয়ে মুখ খুলে আদালত অবমাননা করেছিলেন অভিযুক্ত আইপিএস অফিসার। এবার কোথাকার জল কোথায় গড়ায়, সেটাই দেখার।