প্রতিবেদন : বিরোধীদের পক্ষ নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করছেন রাজ্যপাল (governor)। তাঁর এই ধরনের অবাঞ্ছিত বিবৃতিতে নষ্ট হচ্ছে বাংলার ভাবমূর্তি। বিরোধীদের অক্সিজেন জোগাচ্ছেন তিনি। শুক্রবার রাজ্যপালের দিকে সরাসরি এই অভিযোগের আঙুল তুলল তৃণমূল কংগ্রেস। এদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে এক হাত নেন রাজ্যপালকে।
আরও পড়ুন-১২৭ বছরের বৃদ্ধার আশীর্বাদ-সহ জনসংযোগ যাত্রার বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা অভিষেকের
বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যপালের আপত্তিকর মন্তব্যের পরে শুক্রবার ভাঙড়ে গিয়ে রাজ্যপাল এমন মন্তব্য করেন বাস্তবের সঙ্গে যার কোনও সম্পর্কই নেই। এই প্রসঙ্গেই তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, পক্ষপাতদুষ্ট আচরণ করছেন রাজ্যপাল। এতবড় নির্বাচন, বিচ্ছিন্নভাবে দু’একটা গন্ডগোল হয়েছে। এরজন্য দায়ী আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বিজেপি। প্রার্থী জোগাড় করতে না পেরে গোলমাল পাকাচ্ছে ওরা। অশান্তিতে আমাদের কর্মীদেরও প্রাণহানি ঘটছে। কিন্তু বিরোধীদের পক্ষ নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করে চলেছেন রাজ্যপাল। তৃণমূলের বক্তব্য, মণিপুরের দিকে তাকিয়ে দেখুন রাজ্যপাল। দেখুন কী হচ্ছে ওখানে। তাঁকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে।
আরও পড়ুন-২৪-এ মোদিকে দিল্লি ছাড়া করার হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর
হাইকোর্টের নির্দেশ মেনে এদিন বসিরহাট মহকুমা সহ কয়েকটি জায়গার বিরোধী প্রার্থীদের এসকর্ট দিয়ে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে পুলিশ।