আবাস যোজনা সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন

কেন্দ্রীয় সরকার আগেই জানিয়ে দিয়েছিল, আবাস যোজনা প্রকল্পে আধার যাচাই–পর্ব প্রক্রিয়াকে চূড়ান্ত অনুমোদন হিসাবে ধরা হবে।

Must read

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat election)। আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন (nomination) জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। হঠাৎ করেই আবাস যোজনা নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে। আবাস যোজনা প্রকল্পে বাংলার সাত লক্ষের বেশি উপভোক্তার পিএফএমএস পোর্টালের মাধ্যমে আধার যাচাই করার কাজ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই সমস্যা সামনে আসায় কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে নবান্ন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘স্ট্র্যাটেজি’ নির্ধারণ, কালীঘাটে মেগা বৈঠক

কেন্দ্রীয় সরকার আগেই জানিয়ে দিয়েছিল, আবাস যোজনা প্রকল্পে আধার যাচাই–পর্ব প্রক্রিয়াকে চূড়ান্ত অনুমোদন হিসাবে ধরা হবে। নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা যাবে। হঠাৎ করেই সেই এই কাজ ফেলে রাখা হয়েছে। জনগণ বাড়ি তৈরির টাকা পাবেন না বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, আধার কার্ড যাচাই পর্বের টালবাহানার কোনও কারণ কেন্দ্রীয় সরকার জানায় নি । রাজ্যের ন্যায্য প্রাপ্য না দেওয়ার নতুন কৌশল তৈরি করা হয়েছে। অবশেষে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠানো হয়েছে।

 

Latest article