প্রতিবেদন : বৃহস্পতিবারই কাকদ্বীপের সভা দিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole nobo jowar) যাত্রা। ৬০ দিন ধরে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা চষে বেড়িয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যাত্রাকে দেশের যে কোনও রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত দীর্ঘতম জনজোয়ার যাত্রা বলেই অভিহিত করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। শনিবার ট্যুইটারে এর বিস্তারিত ব্যাখ্যাও দেন তৃণমূল সাংসদ। দেশের অন্যান্য নেতাদের বিভিন্ন জনসংযোগ যাত্রার তুলনা টেনে ট্যুইটে তিনি বলেন, ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডির ওয়াকথন ছিল ৩৬৪৮ কিলোমিটারের। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দৈর্ঘ্য ছিল ৩৭০০ কিলোমিটার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নবজোয়ার (Trinamoole nobo jowar) যাত্রায় কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরে অতিক্রম করেছেন প্রায় ৫০০০ কিলোমিটার পথ।
আরও পড়ুন- BJP-র সঙ্গে আঁতাত ফাঁস, তৃণমূলের নিশানায় বিরোধীরা, আদালতে যাওয়ার হুঁশিয়ারি