প্রতিবেদন: বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল-এর (BSNL) শীর্ষ কর্তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই আর্থিক দুর্নীতির ঘটনায় বিএসএনএল-এর প্রাক্তন জেনারেল ম্যানেজার-সহ ২১ জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে শুধু অভিযোগ দায়ের করাই নয়, শুক্রবার এই দুর্নীতির তদন্তে বিভিন্ন রাজ্যে ২৫টি জায়গায় তল্লাশিও চালানো হয়েছে। অভিযুক্ত ওই ২১ জন আধিকারিকের অফিস ও বাড়িতেই এই তল্লাশি হয়েছে। জানা গিয়েছে, বিএসএনএল-এর অসম সার্কেলের এক প্রাক্তন জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। একইসঙ্গে গুয়াহাটি, শিবসাগর, জোড়হাট ও অন্যান্য আরও কয়েকটি এলাকার হিসাবরক্ষকদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। সিবিআই-এর দাবি, এক ঠিকাদারকে অপটিক্যাল ফাইবার পাতার কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ওই ঠিকাদার তাঁর কাজে বিপুল পরিমাণ কারচুপি করেন। শুধু তাই নয়, নানা অজুহাতে তিনি টেলিকম সংস্থার কাছে অতিরিক্ত টাকা নেন। ওই ঘটনার সঙ্গেই যুক্ত ছিলেন ওই ২১ জন আধিকারিক। মূলত তাঁদের যোগসাজশেই ওই ঠিকাদার বিপুল পরিমাণ অর্থ সংস্থা থেকে আদায় করেন। এর ফলে বিএসএনএল-এর ২২ কোটি টাকারও বেশি ক্ষতি হয়। জানা গিয়েছে, ওই ঠিকাদারের সঙ্গে প্রতি কিলোমিটার অপটিক্যাল ফাইবার পাতার জন্য ৯০০০০ টাকার চুক্তি হয়েছিল। কিন্তু পরে বিএসএনএল (BSNL) কর্তাদের ষড়যন্ত্রে সেই খরচ প্রতি কিলোমিটারে আড়াই লক্ষ টাকা হয়েছিল।
আরও পড়ুন- মোদি জমানার রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কাজ হারিয়েছেন প্রায় ৩ লাখ