সংবাদদাতা, হাওড়া : করমণ্ডলের দুর্ঘটনাস্থল বাহানাগা বাজার স্টেশনে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রবিবারও একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রেলের তরফে জানানো হয়েছে, রবিবারও এই কারণে ৩০টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে আপ ও ডাউনের হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, দিঘা-পুরী এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন রয়েছে।
আরও পড়ুন-উধাও ৮৮ হাজার কোটির ৫০০ টাকার নোট
রথযাত্রার আগে একাধিক পুরীর ট্রেন বাতিল করায় সমস্যায় পড়েছেন বহু পর্যটক। রথের সময় পুরীতে লাখো মানুষের সমাগম হয়। আগামী মঙ্গলবার রথযাত্রা। তার দু’দিন আগে রবিবার পর্যন্ত একাধিক পুরীর ট্রেন বাতিল থাকায় বহু মানুষ দুর্ভোগে পড়ছেন। যাত্রীরা বলছেন, অনেকদিন আগে পুরীতে রথযাত্রার সময় যাওয়ার জন্য টিকিট বুকিং করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আচমকা ট্রেন বাতিল হয়ে যাওয়ায় কীভাবে পুরীতে যাব কিছুই বুঝতে পারছি না। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে রেলের তরফেও স্পষ্ট করে কিছু না জানানোয় অবস্থা ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। যাত্রীরাও ক্ষোভ প্রকাশ করছেন।