প্রতিবেদন : কথা দিয়ে কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Diamond Harbour- Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে গত ৯ বছরের কাজের হিসেব দিলেন আমজনতার কাছে। রবিবার ফলতার বিডিও অফিসের মাঠে ‘নিঃশব্দ বিপ্লব’-এর মঞ্চ থেকে ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করলেন। একইসঙ্গে উপস্থিত জনতাকে শপথ করিয়ে নিলেন, আগামী দিনে ডায়মন্ড হারবার এক নম্বর হবে। ২০১৯-এ ১৮ জুন শপথ নিয়েছিলেন তিনি। সেই দিনের কথা মনে রেখেই এই দিনে কাজের খতিয়ান প্রকাশ করেন তিনি। জানান, মাঝে কোভিড ও ভোটের কারণে বাদ দিয়ে প্রতিবছরই কাজের খতিয়ান প্রকাশ করেছেন তিনি। তারপরেই কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, আমি ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করেছি। তাঁর কথায়, ২০১৪ সালের প্রথমবার যখন আমি ডায়মন্ড হারবারে (Diamond Harbour- Abhishek Banerjee) দাঁড়িয়েছিলাম তখন আমি ৭১ হাজার ২৯২ ভোটে জয়ী হয়েছিলাম। কিন্তু ২০১৯ সালে আমার কেন্দ্রে প্রধানমন্ত্রী এসে প্রচার করে বলে গিয়েছিলেন, “ডব্বা গুল হো জায়েগা”। কিন্তু আপনারা আমাকে ৩ লক্ষ ২২ হাজার ভোটে জয়ী করেছিলেন। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে আপনারা আমাকে সর্বাধিক ভোট পেতে সাহায্য করেছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে পঞ্চায়েতের ফল আরও ভাল হবে। অভিষেকের কথায়, ২০২১-এ তৃণমূলের থেকে বিরোধীদের যে ব্যবধান ছিল তা ২০২৩-এ বাড়বে, ২৩-এর থেকে ২৪-এ আরও বাড়বে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগামী লোকসভা নির্বাচনে আমাকে আপনারা ৪ লক্ষের বেশি ভোটে জয়ী করুন। প্রকাশিত পুস্তিকায় তাঁর সাংসদ তহবিলের ৫ কোটি টাকা সহ ব্যক্তিগত উদ্যোগে ও রাজ্য সরকারের সহযোগিতায় হওয়া কাজের হিসেব দেওয়া রয়েছে।
আরও পড়ুন-বিরোধী চক্রান্তে খুন ২ তৃণমূলকর্মী
এদিন ইডি-সিবিআই দিয়ে বিরোধীদের উপর চাপ বাড়ানোর মোদি সরকারের অপচেষ্টার বিরুদ্ধে গর্জে ওঠেন অভিষেক। বলেন, মোদিজির ৫৬ ইঞ্চি ছাতি। আমার ৩ বছরের বাচ্চা, তাকেও ছাড়েনি। ৯ বছরের মেয়ে, তাকে আটকাচ্ছে। এয়ারপোর্টে আটকানো হয়েছিল তাদের। কেন? তাদের বাবার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই তোপ দেগে তিনি বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আপনাকেও কংগ্রেস আমেরিকায় যেতে দেয়নি। মানুষ জবাব দিয়েছিল। আগামী দিনেও মানুষ জবাব দেবে। মনে আছে, আপনি আমেরিকায় যেতে চেয়েছিলেন। কংগ্রেস আপনাকে ভিসা দেয়নি। বিদেশমন্ত্রক থেকে আপনাকে ছাড়পত্র দেওয়া হয়নি। মানুষ এগুলো পছন্দ করে না। চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, আপনি আমার সঙ্গে রাজনৈতিক লড়াই করুন। আপনি জনতার দরবারে আমার সঙ্গে লড়াই করুন, কেউ আপনাকে বাধা দেবে না। আপনি ব্যক্তিগত ভাবে যেভাবে আমার স্ত্রীকে, আমার ৯ বছরের মেয়ে, আমার ৩ বছরের শিশু সন্তানকে পর্যন্ত আক্রমণ করেছেন, এর জবাব মানুষ দেবে। আমি দেব না। মানুষ আপনাকে জবাব দেবে। এদিনের অনুষ্ঠানে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সবস্তরের জনপ্রতিনিধি ও দলের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।