বেঙ্গালুরু, ১৮ জুন : নির্ধারিত সময়ে পাকিস্তান ফুটবল (Pakistan Football Team) দল ভারতে আসতে পারল না। কারণ হল ভিসা-সমস্যা। রবিবার তাদের বেঙ্গালুরুতে (Bengaluru) আসার কথা ছিল। এখন সোমবার রাত বা মঙ্গলবার গড়িয়ে যাবে।
সাফ ফুটবলের সূচিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ (Pakistan Football Team) ২১ জুন, বুধবার। কিন্তু এই খবর লেখার সময় পর্যন্ত তারা আসতে পারেনি। পাক দলের মরিশাস (Mauritius) থেকে এখানে আসার কথা ছিল। সেখানে তারা চতুর্দলীয় টুর্নামেন্টে খেলছিল। রবিবার সকালে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু পাক ফুটবলাররা মরিশাসেই বসে আছেন। ২১ জুন কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। কর্নাটক ফুটবল ফেডারেশনের তরফে অবশ্য বলা হয়েছে চিন্তার কোনও কারণ নেই। তারা জানিয়েছে, সপ্তাহ-শেষে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিস বন্ধ ছিল। ভিসার জন্য পাক দলের আবেদন জমা পড়েছে ভারতীয় দূতাবাসে। বিষয়টি ভারতীয় ফুটবল ফেডারশন (Indian Football Federation) দেখছে। যারা মরিশাসের ভারতীয় দূতাবাস ও পাক ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে। কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সোমবার পাক দলের ভিসা আবেদন প্রসেস হবে। সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে ফুটবলাররা পৌঁছে যাবেন। যার অর্থ, বুধবারের ম্যাচের অনেক আগেই পাক দল ভারতে চলে আসবে। গ্রুপ ‘এ’-র দুটি ম্যাচে পাকিস্তান ২৪ জুন কুয়েত (kuwait) ও ২৭ জুন নেপালের বিরুদ্ধে খেলবে। মরিশাসে পাকিস্তান তাদের তিনটি ম্যাচেই পরাস্ত হয়েছে।
আরও পড়ুন- খোয়াজার পর বোলারদের দাপট