গোয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খোলা হল। বিজয়া দশমীর দিনই পানাজিতে দলীয় কার্যালয় খুলতে পেরে খুশি গোয়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই মূহুর্তে গোয়ায় রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। গোয়ার প্রবীণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুই জিনহ ফেলারিও সহ একঝাঁক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কলকাতায়। এরপর একাধিক নেতা-কর্মী অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
বিজয়া দশমীর দিনও তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইল। এদিন প্রাক্তন আপ নেতা ও সমাজসেবী জয়েশ শেঠ গোয়ানকার যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এছাড়াও প্রাক্তন আপ নেতা ও প্রাক্তন কংগ্রেস মুখপাত্র স্বাতি কেরকার এবং গোয়া বিজেপির মহিলা মোর্চার এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন সদস্য দীক্ষা তালবেনকার এদিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং লুই জিনহ ফেলারিওর হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।
আরও পড়ুন-বিসর্জন নির্বিঘ্ন করতে সক্রিয় পুলিশ-পুরসভা
সামনেই গোয়ায় বিধানসভার নির্বাচন। তার আগে যেভাবে বিজেপি,কংগ্রেস ও আপ ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন তাতে অশনিসংকেত দেখছে বিজেপি। এদিন পানাজিতে দলীয় কার্যালয় খোলার পর এই উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়বে। তাই পার্টি অফিস খোলার পর গোয়ার তৃণমূল নেতারা বলছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে গোয়ায় নতুন সূর্যোদয় হবে।