যেকোন পুজো পার্বনের আগে নিউ মার্কেট (New Market) চত্বর হয়ে ওঠে ভিড়ে ঠাসাঠাসি এক জনবহুল এলাকা। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। কেনাকাটা চলতে থাকে রাস্তার ওপরেই। এই ঘটনা নিয়ে বিরক্ত সকলেই। সমাধান সূত্র খুঁজতে কলকাতা পুরসভা (KMC) সিদ্ধান্ত নিল গড়িয়াহাটের স্টলের (Gariahat stall) আদলে নিউ মার্কেট এলাকায় হকারদের স্টল করে দিতে হবে। বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিটের ক্যারেজওয়ের একটি অংশে দখল নিয়ে থাকা হকারদের সরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন-কেদারনাথে ১২৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি, বিস্ফোরক পুরোহিত
নিউমার্কেট থেকে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল কেএমসির ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে বৈঠক করেন। শহরের গ্রেড-১ হেরিটেজ মার্কেট এবং তার আশেপাশে অননুমোদিত হকারদের সংখ্যা সীমিত করার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন-পনিরের মধ্যে পলিথিনের টুকরো, বন্দে ভারতে খাবার নিয়ে টুইট যাত্রীর
এদিন এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, ‘যাঁরা গাড়ির রাস্তা দখল করে ব্যবসা করছেন, তাঁদের সরিয়ে আনতে নিউ মার্কেট এলাকার হকারদের জন্য গড়িয়াহাটের মতো টিনের স্টল তৈরি করতে হবে। আমি টাউন ভেন্ডিং কমিটির সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। নিউ মার্কেট এলাকায় অবৈধ হকারের সমস্যার সমাধান করতে হবে।’
আরও পড়ুন-‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে’, CESC-কে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের
কয়েক মাস আগেই একটি সমীক্ষার ফলে দেখা যায় বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিটে অনেক হকার অবৈধভাবে দখল করে রয়েছেন। ক্যারেজওয়ে এবং ফুটপাথের বেশিরভাগ এলাকা হকারদের দখলে। হকার ইউনিয়নের নেতা এই সংক্রান্ত বিষয়ে বলেন, ‘সমীক্ষার পর আমরা যা কিছু তথ্য পেয়েছি, তার ভিত্তিতে কিছু সুপারিশ করা হয়েছে।’