রিকজাভিক, ২১ জুন : আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের জার্সিতে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড আগেই গড়েছিলেন। এবার বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে দেশের জার্সিতে দুশোতম ম্যাচ খেলার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শুধু তাই নয়, গোল করে মুহূর্তটাকেও স্মরণীয় করে রাখলেন। রোনাল্ডোর করা গোলেই আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইউরোর মূলপর্বে উঠল পর্তুগাল।
গোটা ম্যাচে দাপট দেখালেও, গোলের জন্য পর্তুগিজদের অপেক্ষা করতে হয়েছে ৮৯ মিনিট পর্যন্ত। অবশেষ রোনাল্ডোর গোলে স্বস্তি ফেরে। তবে রোনাল্ডোর এই গোল বৈধ ছিল কিনা, তা জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে। রেফারি প্রথম অফসাইডের জন্য গোল বাতিল করলেও, ভিএআর দেখে গোলের নির্দেশ দেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক ফুটবলে এটি রোনাল্ডোর ১২৩তম গোল।
আরও পড়ুন- এজবাস্টন টেস্ট জিতল অস্ট্রেলিয়া
দুশোতম ম্যাচ খেলতে নামার আগে রোনাল্ডোর (Cristiano Ronaldo) হাতে স্মারক হিসেবে তুলে দেওয়া হয় গিনেস রেকর্ড। ২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক ঘটেছিল। দেখতে দেখতে জাতীয় দলে কুড়ি বছরের বৃত্ত সম্পূর্ণ করে ফেললেন সিআর সেভেন। দেশের হয়ে দুশোতম ম্যাচ খেলার আবেগে ভেসে গিয়েছেন পর্তুগিজ মহাতারকাও। রোনাল্ডো বলেন, ‘‘২০০তম ম্যাচ প্রমাণ করছে আমি দেশকে কতটা ভালবাসি। আমার কাছে এই মাইলস্টোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা অবিশ্বাস্য সাফল্য। কখনও ভাবিনি দেশের হয়ে দুশো ম্যাচ খেলব। একই সঙ্গে গোল করে দলকে জেতাতে পেরেও দারুণ লাগছে।’’
তিনি আরও বলেন, ‘‘প্রথম পুরুষ ফুটবলার হিসেবে দেশের জার্সিতে দুশো ম্যাচ খেললাম। জাতীয় দলের হয়ে আরও অনেক রেকর্ড গড়তে চাই।’’ প্রসঙ্গত, মেয়েদের ফুটবলে সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড আমেরিকার ক্রিস্টিন লিলির দখলে। তিনি জাতীয় দলের হয়ে ৩৫৪টি ম্যাচ খেলেছিলেন।