প্রতিবেদন : লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। লক্ষ্য দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরানো। সেই লক্ষ্যেই ২৩ জুন এবার বিরোধী জোটের বৈঠক হতে চলেছে পাটনায়। সেই বৈঠকে যোগ দিতে আজ, বৃহস্পতিবার পাটনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। এবার পাটনার মেগা বৈঠকে ঠিক হবে মোদি-বিরোধিতার ক্ষেত্রে বা সার্বিকভাবে বিজেপি-বিরোধীদের ক্ষেত্রে বিরোধী দলগুলি কোন পথে, কীভাবে চলবে। এই বৈঠকে আলোচনা হবে যৌথ আন্দোলন কর্মসূচি নিয়েও। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দীর্ঘদিন ধরেই দলগুলোকে একসঙ্গে এক ছাতার নিচে আনার জন্য উদ্যোগ নিয়েছেন। নীতীশ কুমার, অখিলেশ যাদব, এইচ ডি কুমারস্বামী, ভগবন্ত সিং মান, স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল-সহ একাধিক বিরোধী নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। পাটনার বিরোধী বৈঠকেই ঠিক হবে কোন কোন ইস্যুকে সামনে রেখে সার্বিকভাবে বিজেপি-বিরোধিতায় নামবে দলগুলি। প্রাথমিকভাবে কিছু কর্মসূচি হাতে নেওয়া যায় কি না আলোচনা হবে সে-বিষয়েও।
আরও পড়ুন: লক্ষ্য, জেলা থেকে আসা রেলের নিত্যযাত্রীরা, অভিনব পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের