সংবাদদাতা, কোচবিহার : ভোটপ্রচারের চেনা ছক থেকে বেরিয়ে এলেন। তৃণমূল কর্মীদের নিয়ে বুলেট চালিয়ে রোড-শো করলেন বাবুল সুপ্রিয়, হিরোগিরি দেখল কোচবিহার। ভক্তদের মন জয় করতে কখনও গাইলেন গান, কখনও মহিলা ফ্যানদের আবদার মিটিয়ে তুললেন সেলফি৷ পঞ্চায়েত নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা আজ থেকেই জেলায় এসেছেন প্রচারে।
আরও পড়ুন-হাইব্রিড মডেলেই ফেরত পিসিবির নাটক অব্যাহত
কোচবিহারে এসেছেন বাবুল৷ বলেন, প্রচারে তাঁর কাছে ভক্তেরা গান শুনতে চাইছেন, এটাই তাঁর ভাল লাগছে৷ কোচবিহারের ডাউয়াগুড়ি গ্রামে পথসভা করেন বাবুল। এরপর রোড-শো করেন নিজে মোটরবাইক চালিয়ে। বাবুলকে দেখতে ভিড় করেন মানুষ। বাবুল জানান, মুখ্যমন্ত্রী কী কী উন্নয়ন করেছেন, গ্রামে গিয়ে তুলে ধরুন। প্রয়োজনে কাগজে লিখে নিয়ে যান প্রার্থীরা। বিজেপির যিনি জিতেছেন লোকসভায়, তাঁকে জিজ্ঞেস করুন, এলাকার জন্য কী করেছেন?